TRENDING:

অপেক্ষা আর কিছুদিনের, বৃহস্পতি আর শুক্রের দুরন্ত চালে মালামাল তিন রাশি! সোনায় মুড়বে জীবন, পদে পদে সাফল্যে হাতছানি

Last Updated:
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেবতাদের গুরু বৃহস্পতি একটি নিশ্চিত সময় অন্তর রাশি পরিবর্তন করে থাকেন। আর এর প্রভাব প্রতিটি রাশির উপরেই পড়ে।
advertisement
1/6
অপেক্ষা আর কিছুদিনের, বৃহস্পতি আর শুক্রের দুরন্ত চালে মালামাল তিন রাশি! সোনায় মুড়বে জীবন,
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেবতাদের গুরু বৃহস্পতি একটি নিশ্চিত সময় অন্তর রাশি পরিবর্তন করে থাকেন। আর এর প্রভাব প্রতিটি রাশির উপরেই পড়ে।
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ২৫ সেপ্টেম্বর গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র এক সংযোগের সৃষ্টি করবে। ফলে এই সময় বেশ কিছু রাশির জন্য তা শুভ ফলপ্রদান করবে।
advertisement
3/6
বৃষ রাশিএই সময় গুরু-শুক্রর অর্ধকেন্দ্র যোগ আপনার জীবনে শুভ ফলপ্রদান করবে। এই সময় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এছাড়াও, এই সময় আপনি পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। একইসঙ্গে এই সময় ধনপ্রাপ্তির যোগ রয়েছে। এই সময় আপনার জীবনে সমাজে মান-সম্মান বৃদ্ধি হবে। নতুন চাকরিজীবীদের জীবনে সফলতা মিলতে পারে। এই সময় আইনি ক্ষেত্রে সাফল্য আসবে।
advertisement
4/6
সিংহ রাশিএই রাশির বুধ এবং গুরুর অর্ধকেন্দ্র যোগ অত্যন্ত শুভ হতে চলেছে। এরফলে শুভ পরিণাম পেতে চলেছেন। এই সময় আপনার আত্মবিশ্বাস চরমে থাকবে। এছাড়াও, এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
advertisement
5/6
ধনু রাশিএই রাশির জাতক/জাতিকাদের জীবনে অর্ধকেন্দ্র যোগ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় ভাগ্যের সঙ্গ পেতে পারেন। এছাড়াও এই সময় আপনার বিদেশ যাত্রার যোগ রয়েছে। একইসঙ্গে এই সময় বিদ্যার্থীদের জন্য ভাল সময়।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
অপেক্ষা আর কিছুদিনের, বৃহস্পতি আর শুক্রের দুরন্ত চালে মালামাল তিন রাশি! সোনায় মুড়বে জীবন, পদে পদে সাফল্যে হাতছানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল