TRENDING:

Janmashtami 2023-Astrology: জন্মাষ্টমীতে জন্ম হয়েছে শিশুর? বিভিন্ন রাশির জাতক-জাতিকার ভাগ্য কেমন হবে? জানুন জ্যোতিষীর মত

Last Updated:
Janmashtami 2023-Astrology: সেই সঙ্গে জানুন জন্মাষ্টমীর পরেই কোন কোন রাশির ভাগ্য বদল হতে চলেছে!
advertisement
1/5
জন্মাষ্টমীতে জন্ম হয়েছে শিশুর? জাতক-জাতিকার ভাগ্য কেমন হবে? জানুন জ্যোতিষীর মত
আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্ম তিথি। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনা অনুযায়ী মনে করা হয়,কৃষ্ণের জন্ম হয়েছিল ৩২২৮ খ্রিষ্টপূর্বাব্দে। কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামে পালিত হয়।(লেখা: কৌশিক অধিকারী)
advertisement
2/5
এই জন্মাষ্টমীর পরেই অনেক রাশির ভাগ্য বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষী অমিত চট্টোপাধ্যায়ের কথায়, এখন বর্তমানে এই মুহূর্তে যারা জন্মগ্রহণ করবে তারা মীন লগ্নে জন্মগ্রহণ করবে। জাতক তারা অত্যন্ত দয়ালু, সুখ ভোগকারী হবে।(লেখা: কৌশিক অধিকারী)
advertisement
3/5
এখন বর্তমানে মেষরাশিতে বৃহস্পতি আছে, যার কারণে চিত্ত চাঞ্চল্য তৈরি হবে। পাশাপাশি বৃষ রাশিতে মানষিক সুখ, মিথুন রাশি বিদ্যা লাভ ও কর্কটরাশি স্ত্রী লাভ হবে। মিথুন রাশিতে বিদ্যালাভ এবং কর্কটরাশির স্ত্রীলাভ হবে। সিংহরাশির বিদ্যালাভ হবে। কন্যা রাশিতে মঙ্গল গোচর করছেন তাই তাদের একটু আঘাত লাগার সম্ভাবনা আছে! তাদের কে সাবধানে থাকতে হবে।(লেখা: কৌশিক অধিকারী)
advertisement
4/5
তুলা রাশিতে কেতু দেবের অবস্থান ফলে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এখন মন্দ ভাব চলবে। বৃশ্চিকরাশিতে তাদের একটু সম্মানহানীর সম্ভাবনা আছে। ধনু রাশির সময় খুবই ভাল। মকর ও কুম্ভ রাশির শনীর সারেসাতি চললেও তাদের সারেসাতি হয় না। কারণ তাদের রাশিটা শনিদেবের শ'ক্ষেত্র রাশি। মীন রাশির এখন মীন লগ্নে চলছে ফলে এই সময়ে মীন রাশির খুব একটা খারাপ যাবে না।(লেখা: কৌশিক অধিকারী)
advertisement
5/5
জন্মাষ্টমী, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। এদিন ভগবান কৃষ্ণের বাল গোপাল রূপকে পুজো করা হয়। হিন্দু ধর্মে এই দিনটির তাৎপর্য গুরুত্বপূর্ণ। এই দিন গোপালকে একাধিক সুগন্ধি ও দুধ দিয়ে তাঁকে স্নান করানোর রীতি প্রচলিত। এরপর নতুন পোশাক পরিয়ে তাঁকে সাজানো হয়। দূর্বা ঘাস ও চন্দন চর্চিত করা হয় গোপালকে।(লেখা: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Janmashtami 2023-Astrology: জন্মাষ্টমীতে জন্ম হয়েছে শিশুর? বিভিন্ন রাশির জাতক-জাতিকার ভাগ্য কেমন হবে? জানুন জ্যোতিষীর মত
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল