TRENDING:

Joint Eyebrow Astrology: জোড়া ভুরু থাকলেই ভরপুর সুখ? কার জীবনে নেমে আসবে অন্ধকার? জানুন জ্যোতিষ কী বলছে!

Last Updated:
Joint Eyebrow Astrology: জ্যোতিষশাস্ত্র অনুসারে জোড়া ভ্রুর পিছনেও একটি অর্থ রয়েছে। কথিত আছে, দু’টি ভ্রু জুড়ে থাকা কারও জন্য ভাল, আবার কারও জন্য অশুভ। জেনে নেওয়া যাক এই ভ্রু কাদের জন্য কী অর্থ বহন করে।
advertisement
1/8
জোড়া ভুরু থাকলেই ভরপুর সুখ? কার জীবনে নেমে আসবে অন্ধকার? জানুন জ্যোতিষ কী বলছে!
মানুষের মুখমণ্ডলে ভ্রু-যুগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা বিশেষ করে ভ্রু নিয়ে চিন্তিত। প্লাক করিয়ে আকার বদলিয়ে নেন অনেকেই। কারও কারও জোড়া ভুরু থাকে।
advertisement
2/8
অনেকেই পার্লারে গিয়ে দু’টি ভ্রুর মধ্যবর্তী চুল তুলে নেন। অনেকের মতে, জোড়া ভুরু মুখের সৌন্দর্য নষ্ট করে।
advertisement
3/8
কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে জোড়া ভ্রুর পিছনেও একটি অর্থ রয়েছে। কথিত আছে, দু’টি ভ্রু জুড়ে থাকা কারও জন্য ভাল, আবার কারও জন্য অশুভ। জেনে নেওয়া যাক এই ভ্রু কাদের জন্য কী অর্থ বহন করে।
advertisement
4/8
সংস্কার অনুযায়ী, মেয়েদের জোড়া ভ্রু রাখা ভাল। যে মেয়েদের ভ্রু জোড়া থাকে, তাঁরা নাকি ভাগ্যবান। এছাড়াও তাঁরা জীবনে যা চাইবেন, তা-ই অর্জন করবেন।
advertisement
5/8
এছাড়াও, এই ধরনের ভ্রু যাদের আছে, সেই মেয়েরা নাকি স্বামীর ঘরে সৌভাগ্য নিয়ে আসেন। তাই মেয়েদের জোড়া ভ্রু উড়িয়ে ফেলা উচিত নয়।
advertisement
6/8
যখন পুরুষদের কথা আসে, তখন বলা হয় যে ভ্রু একত্রিত হওয়া উচিত নয়। জোড়া ভ্রু থাকলে নাকি পুরুষদের জীবনে সমস্যা বেশি থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, একের পর এক অসুবিধা আসবে তাঁদের জীবনে।
advertisement
7/8
জোড়া ভ্রু থাকলে পুরুষদের যে কোনও কাজে অসুবিধা আসে। ছোটখাটো বিষয়েও সমস্যার সম্মুখীন হতে হবে। সম্ভব হলে মাঝখানের ভ্রু তুলে ফেলাই ভাল।
advertisement
8/8
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Joint Eyebrow Astrology: জোড়া ভুরু থাকলেই ভরপুর সুখ? কার জীবনে নেমে আসবে অন্ধকার? জানুন জ্যোতিষ কী বলছে!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল