TRENDING:

দুর্গাপঞ্চমীতে দেবী স্কন্দমাতার আশীর্বাদে ফুলেফেঁপে উঠবে চার রাশি! পদে পদে মিলবে সাফল্য! উন্নতির হাতছানি কাদের?

Last Updated:
আজ দুর্গাপঞ্চমী, দুর্গা পঞ্চমীর দিন পূজিতা হন স্কন্দমাতার। নবরাত্রির দিন পঞ্চম দিন পূজিতা হন এই দেবী। এছাড়াও, আজ শনিদেবের দিন। এছাড়াও এই সময় সূর্য সংযোগের ফলে চার রাশির ভাগ্য বদলাতে চলেছে। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সূর্যের স্থান বদলের ফলে চার রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। দুর্গাপুজোয় কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে দেখে নেওয়া যাক
advertisement
1/7
দুর্গাপঞ্চমীতে দেবী স্কন্দমাতার আশীর্বাদে ফুলেফেঁপে উঠবে চার রাশি! পদে পদে মিলবে সাফল্য!
আজ দুর্গাপঞ্চমী, দুর্গা পঞ্চমীর দিন পূজিতা হন স্কন্দমাতার। নবরাত্রির দিন পঞ্চম দিন পূজিতা হন এই দেবী। এছাড়াও, আজ শনিদেবের দিন। এছাড়াও এই সময় সূর্য সংযোগের ফলে চার রাশির ভাগ্য বদলাতে চলেছে।
advertisement
2/7
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সূর্যের স্থান বদলের ফলে চার রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে।দুর্গাপুজোয় কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে দেখে নেওয়া যাক
advertisement
3/7
বৃশ্চিক রাশিএই রাশির জাতক/জাতিকারা তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। দেবী স্কন্দমাতার আশীর্বাদে তাঁদের জীবনে সব বাধা দূর হবে বিশেষ করে আর্থিক এবং স্বাস্থ্যের সমস্যা দূর হবে। নতুন আয়ের উৎস তৈরি হবে। এই সময়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটা ভাল সময় রয়েছে।
advertisement
4/7
মকর রাশিমকর রাশির জাতকদের এই সময়টা কর্মজীবন এবং আর্থিকক্ষেত্রের জন্য ভীষণ শুভ হতে চলেছে। এই দিন দেবী স্কন্দমাতার কৃপায় তাঁদের কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বেতনবৃদ্ধির যোগ রয়েছে। এছাড়াও যারা এই সময় নতুন চাকরি খুঁজছেন তাঁরা সুসংবাদ পাবেন। এই সময় পারিবারিক জীবনেও শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকবে।
advertisement
5/7
কর্কট রাশি- দেবী স্কন্দমাতার কৃপা কর্কট রাশির উপরেও পড়বে। ফলে এই সময় কর্কট রাশির জাতকদের পারিবারিক জীবন অত্যন্ত সুখকর হবে। যদি কোনও পারিবারিক বিবাদ থাকে তা মিটে যাবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। এছাড়াও এই সময় আর্থিক দিক থেকে শুভ হবে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন।
advertisement
6/7
সিংহ রাশিএই রাশির অধিপতি সূর্য এবং এই সময় দেবী স্কন্দমাতার আশীর্বাদে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করবে। এই দিন তাঁদের কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগের সৃষ্টি করবে। এছাড়াও যারা ব্যবসা করেন তাঁরা নতুন চুক্তি বা লাভজনক চুক্তি চূড়ান্ত করতে পারেন। এই সময় সামাজিক ক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বাড়বে এবং নতুন এবং বন্ধু বা শুভাকাঙ্ক্ষী লাভ করবেন।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ট বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
দুর্গাপঞ্চমীতে দেবী স্কন্দমাতার আশীর্বাদে ফুলেফেঁপে উঠবে চার রাশি! পদে পদে মিলবে সাফল্য! উন্নতির হাতছানি কাদের?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল