Durga Puja 2025 Negative Impact: দুর্গাপুজোয় ভয়ঙ্কর দুঃসময়...! কপাল পুড়বে এই ৪ রাশির, কাজে বাধা, পুজোর ক'টা দিন চরম বিপদ, আপনার ভাগ্যে কী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Durga Puja 2025 Negative Impact: আশ্বিন মাসে বাঙালির প্রিয় দুর্গাপুজো উৎসব মহাসমারোহে পালিত হয়৷ জ্যোতিষ শাস্ত্র বলছে, দুর্গাপুজোর ক’টা দিন চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য চরম দুঃসময় আসতে চলেছে।
advertisement
1/7

আশ্বিন মাসে বাঙালির প্রিয় দুর্গাপুজো উৎসব মহাসমারোহে পালিত হয়৷ আর মাত্র কয়েকদিন পরেই ঢাকে পড়বে কাঠি৷ পুজোর সময় সকলের ভাল কাটুক এমনটাই সকলে চান, কিন্তু শাস্ত্র বলছে, তেমনটা হবে না এবছর৷
advertisement
2/7
জ্যোতিষ শাস্ত্র বলছে, দুর্গাপুজোর ক’টা দিন চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য চরম দুঃসময় আসতে চলেছে।
advertisement
3/7
পুজোর আনন্দের মাঝে আচমকা নেমে আসতে পারে চরম বিপর্যয়, এবং অশান্তির কালো ছায়া। পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নিন, পুজোয় কোন কোন রাশির কপাল পুড়তে চলেছে৷
advertisement
4/7
মিথুন রাশি- দুর্গাপুজোয় মিথুন রাশির জাতকদের সাবধান থাকতে হবে৷ আচমকা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন। চটজলদি সিদ্ধান্ত বিপদ বাড়াতে পারে। কোনও ঝামেলায় জড়ানো একেবারেই ঠিক নয়। এই সময় সংযম বজায় রাখাই শ্রেয়।
advertisement
5/7
কর্কট রাশির জাতক-জাতিকাদের দুর্গাপুজোয় আনন্দের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আসতে পারে। যে কোনও ঝুঁকি এড়িয়ে চলুন৷ অতিরিক্ত আবেগ বা উচ্ছ্বাসে কোনও কাজ না করাই ভাল।
advertisement
6/7
কুম্ভ রাশির জাতকরা দুর্গাপুজোয় অকারণে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না। বিশেষ করে গাড়ি চালানোর সময় এবং রাস্তায় চলাফেরার সময় সতর্ক থাকুন। ব্যবসা বা টাকার লেনদেনের সময়ও সাবধানতা জরুরি।
advertisement
7/7
মীন রাশির জাতকদের ভাগ্যচক্র ঘুরলেও পুজোর সময়টা সাবধানে থাকুন৷ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে বিপদে পড়তে পারেন। যে কোনও জটিল কাজ থেকে দূরে থাকুন। সময়ের আগে কিছু করতে গিয়ে অযথা বিপদ ডেকে আনবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2025 Negative Impact: দুর্গাপুজোয় ভয়ঙ্কর দুঃসময়...! কপাল পুড়বে এই ৪ রাশির, কাজে বাধা, পুজোর ক'টা দিন চরম বিপদ, আপনার ভাগ্যে কী