Poila Boisakh: নতুন বছরে করে ফেলুন কিছু টোটকা, নববর্ষেই খুলবে ভাগ্য জীবন ভরবে আনন্দে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নববর্ষেই খুলবে ভাগ্য জীবন ভরবে আনন্দে আর কিছুদিন পেরোলেই, শুরু হতে চলেছে বাংলা নতুন বছর।
advertisement
1/14

আর কিছুদিন পেরোলেই, শুরু হতে চলেছে বাংলা নতুন বছর। নতুন বছরে আমরা সকলেই পুরনো খারাপ কথা ভুলে গিয়ে, কিছু না কিছু নতুন ভাল কাজ করার চেষ্টা করি। জীবনের সব দুঃখ-কষ্ট মুছে ফেলে আনন্দের সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই। কিন্তু কখন যে কী খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না।
advertisement
2/14
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে এবং জীবনে সুখ-শান্তি ফিরিয়ে আনতে জ্যোতিষশাস্ত্রে নানা ভাল টোটকার কথা বলা রয়েছে। বাংলা নতুন বছরের শুরু থেকেই রাশি অনুযায়ী সেই টোটকাগুলি পালন করতে পারলে নানা দিক দিয়ে শুভ ফল লাভ করা যাবে।
advertisement
3/14
মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা লক্ষ্মী-গণেশ পুজো করার সঙ্গে সঙ্গে হনুমান চালিশা পাঠ করুন। তামার পাত্রে জল খাওয়া শুরু করুন এবং বিশেষ দিনগুলিতে গুড় ও মুসুর ডাল দান করুন।
advertisement
4/14
বৃষ– বাংলা নতুন বছরে ভাল ফল পেতে বৃষ রাশির জাতক-জাতিকারা মহাদেব এবং গণেশের পুজো করুন। লক্ষ্মী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো শুরু করুন। বিশেষ দিনে সাদা জিনিস দান করুন, যেমন দুধ, দই বা সাদা পোশাক।
advertisement
5/14
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা দুর্বা সহকারে গণেশের আরাধনা করুন। পাখিকে খাবার খাওয়ানো শুরু করুন। হাতের কড়ে আঙুলে পান্না ধারণ করতে পারেন। সবুজ জিনিস দান করুন এবং ধ্যান করুন।
advertisement
6/14
কর্কট– ১৪৩২-এ ভাল ফল পেতে কর্কট রাশির জাতক-জাতিকারা শিবের আরাধনা করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। রুপোয় মুক্তো বাঁধিয়ে পরুন। প্রতি সোমবার দুধ, চাল ও চিনি দান করুন।
advertisement
7/14
সিংহ– বাংলা নতুন বছর শুভ করে তুলতে সিংহ রাশির জাতক-জাতিকারা লক্ষ্মী-গণেশের আরাধনা করুন। ঘরে এবং অফিসে তামার তৈরি সূর্য রাখুন। প্রতি সকালে সূর্যপ্রণাম করা শুরু করুন। রবিবার করে গুড় এবং গম দান করুন।
advertisement
8/14
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা গণেশের আরাধনা করুন। বুধ মন্ত্র জপ করুন। গরুকে সবুজ জিনিস খাওয়ান এবং গরিব-দুঃখীকে সাহায্য করুন।
advertisement
9/14
তুলা– ১৪৩২-এ ভাল ফল পেতে তুলা রাশির জাতক-জাতিকারা লক্ষ্মী-গণেশের আরাধনা করুন, পুজোপাঠে মনোযোগ বৃদ্ধি করুন। সম্ভব হলে রুপোর বাসনে খাবার খাওয়া শুরু করুন। বাড়িতে যত বেশি সম্ভব টাটকা ফুল রাখুন।
advertisement
10/14
বৃশ্চিক– এই বছর বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা শিবের আরাধনা করুন। প্রতি মঙ্গলবার দুর্গাদেবীকে লাল রঙের জবা অর্পণ করুন। এই বছর চেষ্টা করবেন বিবাহ না করার।
advertisement
11/14
ধনু– বাংলা নতুন বছর শুভ করে তুলতে ধনু রাশির জাতক-জাতিকারা গণেশ-লক্ষ্মীর আরাধনা করুন। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করার সঙ্গে সঙ্গে লক্ষ্মী মন্ত্র জপ করুন। গুরুদেব এবং শিক্ষকের সেবা করুন, তাঁদের বাড়ি যান অথবা তাঁদেরকে নিজের বাড়ি ডেকে আপ্যায়ন করুন।
advertisement
12/14
মকর– মকর রাশির জাতক-জাতিকারা গণেশের পুজো করুন। প্রতি শনিবার কাক এবং কালো কুকুরকে খাওয়ান, যত বেশি সম্ভব যারা পরিবেশকে পরিষ্কার-পরিছন্ন রাখেন সেই সকল মানুষকে চা খাওয়ান।
advertisement
13/14
মীন– মীন রাশির জাতক-জাতিকারা গণেশ-লক্ষ্মীর আরাধনা করুন, শিশুদের মিষ্টি খাওয়ান। এই বছর আপনারা হলুদ রঙের বস্ত্র বেশি পরুন এবং হলুদ জিনিস দান করুন।
advertisement
14/14
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poila Boisakh: নতুন বছরে করে ফেলুন কিছু টোটকা, নববর্ষেই খুলবে ভাগ্য জীবন ভরবে আনন্দে