TRENDING:

Dhanteras Tips: সাবধান! ধনতেরাসে খবরদার কিনবেন না ৫ জিনিস, ঘরে সম্পদের বদলে দুর্ভাগ্য টেনে নিয়ে আসবে, ছারখার হবে সুখ-শান্তি

Last Updated:
ধনতেরাসে অনেকেই সোনা, রুপোর গয়না কেনে৷ যাঁদের সামর্থ্য নেই তাঁরা নতুন কিছু ঘরে আনার চেষ্টা করে৷ কিন্তু এই সময় জ্যোতিষ মতে যে কোনও বস্তু ঘরে আনা যায় না৷ তাতে উল্টো ফল হতে পারে৷
advertisement
1/10
সাবধান! ধনতেরাসে কিনবেন না ৫ জিনিস, ঘরে সম্পদের বদলে দুর্ভাগ্য টেনে নিয়ে আসবে,
আর কয়েকদিন পরই দীপাবলি উৎসব৷ তার ঠিক ৫দিন আগেই শুরু ধনতেরাসের উৎসব৷ প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়৷ এই দিনে ধন্বন্তর এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পদের দেবতা কুবেরেরর পূজা করার প্রথা রয়েছে৷
advertisement
2/10
এবারের ত্রয়োদশী তিথি মঙ্গলবার, অক্টোবর ২৯ ২০২৪ সকাল ১০:৩৪-এ শুরু হবে এবং ৩০ অক্টোবর, ২০২৪ বুধবার দুপুর ১:১৭ এ শেষ হবে। পুজোর শুভ সময় ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬:৩১ মিনিট থেকে ৮:১৩ পর্যন্ত শুরু হবে।
advertisement
3/10
ধনতেরাসে অনেকেই সোনা, রুপোর গয়না কেনে৷ যাঁদের সামর্থ্য নেই তাঁরা নতুন কিছু ঘরে আনার চেষ্টা করে৷ কিন্তু এই সময় জ্যোতিষ মতে যে কোনও বস্তু ঘরে আনা যায় না৷ তাতে উল্টো ফল হতে পারে৷
advertisement
4/10
এই প্রসঙ্গে বিস্তৃত বলেছেন উন্নাওয়ের জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী৷ তিনি ৫টা বস্তুর কথা বলেছে, যা এই সময় একেবারেই কেনা উচিত নয়, কোনগুলো আসুন দেখে নিই
advertisement
5/10
কাঁচের পাত্র: কাঁচ যেহেতু ভঙ্গুর, তাই জ্যোতিষ মতে এটি একটি নেতিবাচকতার প্রতীক৷ এর ফলে ঘরে সুখ-শান্তির বিঘ্ন হতে পারে৷ তাই চেষ্টা করুন ধনতেরাসে কাচের পাত্র বা জিনিস ঘরে আনার আনার থেকে বিরত থাকার৷
advertisement
6/10
লোহার জিনিস: ধনতেরাসে লোহার জিনিসপত্র যেমন পাত্র, দরজার হুক, লোহার সরঞ্জাম কেনা এড়িয়ে তোলার চেষ্টা করুন৷
advertisement
7/10
পুরানো জিনিস: ধনতেরাসকে এক শুভ নতুন দিনের সূচনা হিসেবে ধরা হয়৷ জ্যোতিষ মতে পুরোনো জিনিসগুলো তার সঙ্গে করে একরাশ পুরোনো নেতিবাচক শক্তি , চিন্তা, সমস্যাকে নিয়ে আসতে পারে৷ তাই পুরোনো সেকেন্ডহ্যান্ড কোনও জিনিস না আনাই ভাল৷
advertisement
8/10
কালো রঙের জিনিস: কালো রঙকে জ্যোতিষ মতে শুভ মানা হয় না৷ তাই জ্যোতিষী জানিয়েছেন এই রঙ নেতিবাচকতাকে টেনে নিয়ে এনেছে৷ এই দিনে সাদা, লাল বা হলুদ বা হালকা স্নিগ্ধ শুভ রঙের জিনিস কেনার চেষ্টা করুন৷
advertisement
9/10
কৃত্রিম জিনিস: ধনতেরাসে সিন্থেটিক, প্লাস্টিক বা দুধের তৈরি জিনিস কেনা থেকে বিরত থাকাই উচিত৷ তাই চেষ্টা করুন প্রাকৃতিক জিনিস কেনার৷
advertisement
10/10
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras Tips: সাবধান! ধনতেরাসে খবরদার কিনবেন না ৫ জিনিস, ঘরে সম্পদের বদলে দুর্ভাগ্য টেনে নিয়ে আসবে, ছারখার হবে সুখ-শান্তি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল