Dhanteras 2024: এই কাজেই সুস্বাহ্যের আধার হবে আপনার শরীর, মৃত্যু কেশাগ্র স্পর্শ করতে পারবে না, ধনতেরাসে সম্পত্তি বৃদ্ধি হবেই
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনসম্পত্তি এবং সুস্বাস্থ্যের আরাধনার অনুষ্ঠানকে বলা হয় ধনতেরাস।
advertisement
1/5

দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজোর দু'দিন আগে দেশজুড়ে পালন করা হয় ধনতেরাস। এদিন ধন-সম্পত্তি এবং সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন রকম নিয়ম পালন করার রীতি রয়েছে। কিন্তু এই ধনতেরাস শব্দের অর্থ কি? কেন ধনতেরাস পালন করা হয়? জেনে রাখুন।
advertisement
2/5
বিশিষ্ট জ্যোতিষ পরান গোস্বামী জানিয়েছেন, কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয়। মূলত ধনতেরাস শব্দ এসেছে দুটি শব্দ থেকে। এখানে ধন শব্দের অর্থ ধনসম্পত্তি। তেরাস শব্দের অর্থ ত্রয়োদশী। তাই কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনসম্পত্তি এবং সুস্বাস্থ্যের জন্য যে আরাধনা করা হয়, সেই অনুষ্ঠানকে বলা হয় ধনতেরাস।
advertisement
3/5
মূলত ধনতেরাস তিথিতে মহালক্ষী এবং ধন সম্পদের দেবতা কুবেরের পুজো করার নিয়ম রয়েছে। কিন্তু এই ধনতেরাস পালনের পিছনে পুরানে উল্লেখিত রয়েছে আরও একটি কারণ। জানিয়েছেন এই বিশিষ্ট জ্যোতিষ।
advertisement
4/5
পরান বাবু জানিয়েছেন, ধনতেরাস তিথিতে ধন্বন্তরীর পুজো করা হয়। যিনি সমুদ্রমন্থনের সময় অমৃত কলস নিয়ে উঠেছিলেন। ভগবান বিষ্ণু তাঁকে বৈদ্য, বনস্পতি এবং ঔষধের অধিপতি করেছিলেন। তাই ধন্বন্তরীকে ভারতীয় পুরাণ অনুযায়ী প্রথম চিকিৎসকও বলা হয়।
advertisement
5/5
তাই এই জ্যোতিষ জানিয়েছেন, ধনতেরাসের দিন ভগবান কুবের এবং দেবী লক্ষীর আরাধনা করলে যেমন ধনসম্পত্তি পাওয়া যায়, তেমনভাবেই ধন্বন্তরীর আরাধনা করা উচিত। এমনটা করলে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। ঠেকানো যায় অকাল মৃত্যু।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras 2024: এই কাজেই সুস্বাহ্যের আধার হবে আপনার শরীর, মৃত্যু কেশাগ্র স্পর্শ করতে পারবে না, ধনতেরাসে সম্পত্তি বৃদ্ধি হবেই