Chhath Puja 2024: কাঙাল করে ছাড়বে...! ছটপুজোর দিন ভুলেও করবেন না এই কাজগুলি, ঘোর অমঙ্গল, রাতারাতি সংসার তছনছ হয়ে যাবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Chhath Puja 2024: দীপাবলির উৎসব শেষ হতেই শুরু হয় ছট উৎসব৷ চার দিনব্যাপী ছট উৎসব শুরু হতে চলেছে ৫ নভেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার থেকেই। অত্যন্ত সংযমের সঙ্গে পালিত হয় এই ছট উৎসব।
advertisement
1/6

দীপাবলির উৎসব শেষ হতেই শুরু হয় ছট উৎসব৷ চার দিনব্যাপী ছট উৎসব শুরু হতে চলেছে ৫ নভেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার থেকেই। অত্যন্ত সংযমের সঙ্গে পালিত হয় এই ছট উৎসব। এটি বিহারেও বেশ বিখ্যাত।
advertisement
2/6
এই ছট পুজো অত্যন্ত সংযমের সঙ্গে নিয়ম করে পালন করা হয়৷ এই দিন নুন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই উপবাস সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে পালন করা হয়। এই দিন আপনি যদি কোনও ভুল করেন তাহলে কী হতে পারে তা জেনে নিন জ্যোতিষী ডাঃ কুণাল কুমারের থেকে৷
advertisement
3/6
ডঃ কুণাল কুমার বলেন, এই উৎসবে বিশুদ্ধতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত এবং ভুলেও নুন ব্যবহার করা উচিত নয়। কোনও প্রকার অপবিত্রতার সুযোগ থাকা উচিত নয়। এই উৎসবে একটা নতুন উনুন থাকতে হবে, সেটাও মাটির তৈরি হতে হবে।
advertisement
4/6
এছাড়াও আমের জ্বালানি কাঠ থাকতে হবে। এতে পঞ্চগব্যের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ পঞ্চগব্য ছিটিয়ে দিলেই উনুন বসিয়ে তার ওপর রান্না করা হয়। এই উৎসবে পুরনো কাপড় ব্যবহার করা উচিত নয়। এছাড়াও, পুরানো পাত্র ব্যবহার করা উচিত নয়।
advertisement
5/6
বংশ বৃদ্ধির জন্য এটি করা হয়। বংশ বৃদ্ধির জন্য বাঁশের তৈরি এসব জিনিস ব্যবহার করা হয়।
advertisement
6/6
এই উৎসবের সময় আপনি যদি এমন ভুল করেন, তাহলে আপনি দেবীর ক্রোধের শিকার হবেন, এতে আপনার নানা শারীরিক সমস্যা যেমন- মাইগ্রেন, সাইনাস, মাথাব্যথা-সহ সমস্ত রোগ বাড়বে৷ (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chhath Puja 2024: কাঙাল করে ছাড়বে...! ছটপুজোর দিন ভুলেও করবেন না এই কাজগুলি, ঘোর অমঙ্গল, রাতারাতি সংসার তছনছ হয়ে যাবে