TRENDING:

Lunar Eclipse on BhadraPurnima Lucky Zodiac Signs: নতুন বাড়ি, গাড়ি, চাকরি, বিদেশভ্রমণ! চন্দ্রগ্রহণের পূর্ণিমায় বাম্পার সুখবৃষ্টি এই ৫ রাশির কপালে

Last Updated:
Lunar Eclipse on BhadraPurnima Lucky Zodiac Signs: এই আংশিক চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে কিছু রাশির উপরে। চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে শুরু হবে ১৮ সেপ্টেম্বর সকাল ৬.১১ মিনিটে৷ এই সময় শুরু হবে পেনামব্রাল লুনার ইক্লিপ্স অর্থাৎ চাঁদের উপচ্ছায়া অংশের গ্রহণ৷ শেষ হবে সকাল ১০.১৭ মিনিটে৷
advertisement
1/7
বাড়ি, গাড়ি, চাকরি! চন্দ্রগ্রহণের পূর্ণিমায় বাম্পার সুখবৃষ্টি এই ৫ রাশির কপালে
এ বারের ভাদ্রপূর্ণিমার জ্যোতিষ মাহাত্ম্য ও গুরুত্ব বেড়ে গিয়েছে চন্দ্রগ্রহণের কারণে। বছরের দ্বিতীয় এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে শুরু হবে ১৮ সেপ্টেম্বর সকাল ৬.১১ মিনিটে৷ এই সময় শুরু হবে পেনামব্রাল লুনার ইক্লিপ্স অর্থাৎ চাঁদের উপচ্ছায়া অংশের গ্রহণ৷ শেষ হবে সকাল ১০.১৭ মিনিটে৷
advertisement
2/7
ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্য নয়। তাই সূতককালও প্রযোজ্য নয় ভারতের ক্ষেত্রে। তবে এই আংশিক চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে কিছু রাশির উপরে। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/7
পূর্ণিমায় চন্দ্রগ্রহণের প্রভাবে বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক উপার্জন বৃদ্ধি পেতে পারে। আচমকাই রাতারাতি বাড়তে পারে ধনসম্পদ। কেরিয়ারে পাবেন শুভ যোগ। পাশে পাবেন বন্ধুর সাহায্য। বন্ধুর সাহায্যে অপূর্ণ কাজ সফল হবে। বাবা বা দাদার সাহায্যে হতে পারে অর্থপ্রাপ্তি।
advertisement
4/7
মিথুনরাশির জাতক জাতিকাদের দীর্ঘ দিন ধরে যে বিপদ চলছে, তা এবার শেষের মুখে। সেইসঙ্গে বাড়বে সম্পত্তি। ধনসম্পদ মিলতে পারে শাশুড়ির থেকে উত্তরাধিকার সূত্রে। ব্যবসায়ীরা পাবেন আর্থিক মুনাফা। বাড়বে আপনার জনপ্রিয়তা।
advertisement
5/7
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছে পূর্ণ হবে। সন্তানের থেকে বাবা মা পেতে পারেন সুসংবাদ। ভাগ্যের সহায়তা পাবেন পূ্র্ণমাত্রায়। পেতে পারেন নতুন বাড়ি ও গাড়ি। চাকরিতে পেতে পারেন সাফল্য।
advertisement
6/7
ধনুরাশির জাতক জাতিকারা আর্থিক দিক দিয়ে বিপুল লাভবান হতে পারেন। শেষ হবে আর্থিক চিন্তা। হতে পারে সম্পত্তিপ্রাপ্তি। জমিজমার সঙ্গে সম্পর্কিত কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে।
advertisement
7/7
ব্যাঙ্ক ব্যালান্স বাড়তে পারে কুম্ভরাশির জাতক জাতিকাদের। মিষ্টি কথায় কার্যোদ্ধার করবেন কর্মক্ষেত্রে। জীবনে আসবে সুখশান্তি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lunar Eclipse on BhadraPurnima Lucky Zodiac Signs: নতুন বাড়ি, গাড়ি, চাকরি, বিদেশভ্রমণ! চন্দ্রগ্রহণের পূর্ণিমায় বাম্পার সুখবৃষ্টি এই ৫ রাশির কপালে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল