Chandra Grahan and Zodiac Signs: রাত পোহালেই চাঁদের গায়ে গ্রহণের ছায়া, তোলপাড় রাশিতে-রাশিতে, কারো জীবন ছারখার, কারো ভাগ্যে চার চাঁদ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Astro Tips: বুধবার চন্দ্রগ্রহণ! একাধিক রাশির পরিবর্তন! জানুন কার ভাগ্যে ঠিক কী লেখা রয়েছে...
advertisement
1/5

বুধবার চন্দ্রগ্রহণ। ভাগ্যের অনুগ্রহ, কর্মজীবনে সাফল্য এবং পদোন্নতির সম্ভাবনা পাবেন। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, ১৮ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ০৬:১১ মিনিটে চন্দ্রগ্রহণ ঘটবে। এই চন্দ্রগ্রহণ শেষ হবে ১০:১৭ এ। ফলে চার রাশির পরিবর্তন হতে চলেছে।
advertisement
2/5
ধনু রাশিঃ এতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি আপনার কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন যা সাফল্য প্রদান করবে। যা আপনাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছে তা বাধা হয়ে উঠবে না।
advertisement
3/5
মিথুনঃ মিথুন রাশির দশম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি আপনার কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন যা সাফল্য প্রদান করবে। যা আপনাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছে তা বাধা হয়ে উঠবে না।
advertisement
4/5
বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এ কারণে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের দিক থেকে শুভ দিন শুরু হবে। সন্তানদের কাছ থেকে ভাল খবর শুনতে পাবেন। জীবন বিলাসিতায় কাটবে।
advertisement
5/5
বৃষ রাশিঃ মিথুন রাশির দশম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি আপনার কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন যা সাফল্য প্রদান করবে। যা আপনাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছে তা বাধা হয়ে উঠবে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandra Grahan and Zodiac Signs: রাত পোহালেই চাঁদের গায়ে গ্রহণের ছায়া, তোলপাড় রাশিতে-রাশিতে, কারো জীবন ছারখার, কারো ভাগ্যে চার চাঁদ