TRENDING:

Chanakya Niti: পুরুষদের নিজেদের কিছু সামাণ্য ভুলে দ্রুত হাতছাড়া হয় যৌবন, আপনি সেই ভুল করছেন না তো

Last Updated:
Chanakya Neeti: জীবনের রোজকার কাজ কিন্তু কতটা করবেন তার মাপ রাখুন, অযথা বেশি করলে লাভ তো নইলে উল্টে দ্রুত ক্ষয়ে যাবে যৌবনের জোশ৷
advertisement
1/9
পুরুষদের নিজেদের কিছু সামাণ্য ভুলে দ্রুত হাতছাড়া হয় যৌবন, আপনি সেই ভুল করছেন ?
Chanakya Niti: চাণক্যের কূটনীতি নিয়ে সারা পৃথিবী এখনও তাঁকে কুর্নিশ করে৷ তাঁর বিভিন্ন সূত্র আজও একইভাবে প্রাসঙ্গিক৷ তবে তিনি শুধু দেশ রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতি নিয়েই কথা বলেছেন তা নয়, তিনি মানুষের রোজকার জীবনে চলার পথের বিভিন্ন পরিস্থিতিকে সামালানোর জন্যেও পরামর্শ দিয়েছেন৷ Photo- Representative
advertisement
2/9
পুরুষদের পৌরুষ কতদিন দীর্ঘস্থায়ী হবে তার অনেকটাই নির্ভর করে পুরুষদের জীবনচর্যার উপর৷ এমনটাই মত চাণক্যের৷ Photo- Representative
advertisement
3/9
ছেলেদের রোজকার জীবনের একটি কাজ যা তাঁরা করেই থাকেন তার জেরে ভুগতে হতে পারে৷ এমনকি যৌবনও ফাঁকি দিয়ে চলে যায় এই ভুলের জন্যে৷ Photo- Representative
advertisement
4/9
সময়ের আগেই অনেক সময়ে বুড়িয়ে যান পুরুষরা৷ চাণক্যের মতে যাঁরা অনেক হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন, তাঁরাই তাড়াতাড়ি যৌবন হারিয়ে ফেলেন৷ Photo- Representative
advertisement
5/9
তাই চাণক্যের পরামর্শ অনুসারে যৌবন হাতের মুঠোয় ধরে রাখতে অত্যধিক হাঁটাহাঁটি এড়িয়ে চলুন৷ Photo- Representative
advertisement
6/9
যদি অনেকটা দূরে কোনও জায়গা হয় তাহলে সেই দূরত্ব হেঁটে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়াই উচিত৷ কোনওরকম যানবাহনে চেপে তবেই সেই দূরত্ব পাড় করা উচিত৷ Photo- Representative
advertisement
7/9
বৈজ্ঞানিক মতে এর ব্যাখ্যা রয়েছে৷ বেশি হাঁটলে অত্যধিক পরিশ্রম হয়৷ একদিকে যেমন অত্যধিক হাঁটলে টিস্যু ড্যামেজ হতে পারে৷ তেমনিই ত্বকের ক্ষতিও এড়িয়ে চলা যায় না৷ রোদে স্কিন বার্ন হয়ে যায়৷ Photo- Representative
advertisement
8/9
পুরুষদের যৌবনের সঙ্গে চাণক্য রঙ উঠে যাওয়া কাপড়ের তুলনা করেছেন৷ রোদে বেশিক্ষণ কাপড় শুকোতে দিলে তার রঙ জ্বলে যায়৷ ঠিক তেমনিই যে পুরুষরা অত্যধিক পরিশ্রম করেন তাঁদের যৌবন দ্রুত টাটা বাই বাই করে চলে যায়৷ Photo- Representative
advertisement
9/9
চাণক্যের পরামর্শ মতো ঘোড়াকে বেশিক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখলে তাদের  আয়ুক্ষয় হয়৷ অর্থাৎ সব প্রাণীদের জন্যেই বেশিক্ষণে রোদে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যের জন্য ভাল হয় না৷ Disclaimer- এই প্রতিবেদন  News 18 Bangla -র নিজস্ব মতামত নয়, সঠিক পরামর্শ পেতে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chanakya Niti: পুরুষদের নিজেদের কিছু সামাণ্য ভুলে দ্রুত হাতছাড়া হয় যৌবন, আপনি সেই ভুল করছেন না তো
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল