Baishakh Sankranti Astro Tips: আজ বৈশাখ সংক্রান্তি! এই ২ সবজি খেলেই তছনছ সংসার, লন্ডভন্ড জীবন! লক্ষ্মী নারায়ণকে অর্পণ করুন এই সাদা-হলুদ জিনিস! অভাবের ক্ষরা কেটে টাকার বর্ষা!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Baishakh Sankranti Astro Tips: এই বিশেষ দিনে পালনীয় কিছু নিয়ম আছে। প্রচলিত বিশ্বাস, এই জ্যোতিষ টোটকাগুলি পালন করলে সংসার ভরে থাকে সুখশান্তি ও ধনসম্পদে। দূর হয় অশুভ কালো ছায়া।
advertisement
1/7

আজ, বৃহস্পতিবার বৈশাখ মাসের সংক্রান্তি বা শেষ দিন। এমনিতেই এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর বৃহস্পতিবার বা লক্ষ্মীবার পড়ায় এই দিনের মাহাত্ম্য বেড়ে গিয়েছে অনেকটাই।
advertisement
2/7
এই বিশেষ দিনে পালনীয় কিছু নিয়ম আছে। প্রচলিত বিশ্বাস, এই জ্যোতিষ টোটকাগুলি পালন করলে সংসার ভরে থাকে সুখশান্তি ও ধনসম্পদে। দূর হয় অশুভ কালো ছায়া। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
3/7
বৈশাখমাসের শেষ দিনে পুণ্যনদীতে স্নান ও নানা জিনিস দান করা খুবই শুভ। অর্জন করা যায় পুণ্য। এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত সন্ধ্যা ৬.০৬ থেকে ৭.৪২ পর্যন্ত।
advertisement
4/7
বৈশাখ সংক্রান্তিতে মুলো রান্না করবেন না। কেউ মুলো খাবেন না। মনে করা হয় এই তিথিতে মুলো খেলে পরিবারে রোগব্যাধি লেগেই থাকবে। আপনি সর্বস্বান্ত হয়ে যাবেন।
advertisement
5/7
এই দিনে বাড়িতে পটল রান্না করা এবং পটল খাওয়াও খুব অশুভ বলে মনে করা হয়। এই তিথিতে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। সাধারণ নুনের বদলে সৈন্ধব লবণ খান।
advertisement
6/7
এদিন লক্ষ্মীপুজোয় দেবীকে লালফুল অর্পণ করুন। সন্ধ্যাবেলা দেবীর বিগ্রহ বা পটের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। সারা বছর অর্থাভাব টের পাবেন না। এই দিন লক্ষ্মীনারায়ণকে নিবেদন করুন আতপচাল এবং পাকা আম। পুজোর পর গ্রহণ করুন ফলাহার। সংসার ভরে থাকবে সুখশান্তি অর্থসম্পদে।
advertisement
7/7
এই দিন সন্ধ্যায় তুলসিমঞ্চে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। হলুদ এবং লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে সেই ধোঁয়া ছড়িয়ে দিন বাড়ির সর্বত্র। সংসার থেকে দূর হবে অশুভ শক্তি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Baishakh Sankranti Astro Tips: আজ বৈশাখ সংক্রান্তি! এই ২ সবজি খেলেই তছনছ সংসার, লন্ডভন্ড জীবন! লক্ষ্মী নারায়ণকে অর্পণ করুন এই সাদা-হলুদ জিনিস! অভাবের ক্ষরা কেটে টাকার বর্ষা!