Baba Bhanga Predictions:বাবা ভাঙ্গার 'সুপ্রিম' ভবিষৎদ্বানী, এই বছরের শেষ দুই মাসেই খেলা ঘুরবে, 'কোটিপতি' হবে এই ৪ রাশি, সারা জীবন পায়ের উপর পা তুলে কাটবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২০২৫ সালের শুরুতেই হবে এক ভূমিকম্প, এমন আভাস দিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাবাণীর মধ্যে বিশেষ উল্লেখ রয়েছে ২০২৫ সালের। এই বছর থেকেই যে পৃথিবীর শেষের সূচনা হতে চলেছে, তার আগাম ইঙ্গিত দিয়ে গিয়েছেন তিনি
advertisement
1/7

সবচেয়ে সুপরিচিত ভবিষ্যৎ-কথকের মধ্যে এক জন ছিলেন বুলগেরিয়ার বাবা ভাঙ্গা। মারা যাওয়ার আগে পর্যন্ত এই পৃথিবী ও তার বাসিন্দাদের জন্যে তিনি করে গিয়েছেন একের পর এক ভবিষ্যদ্বাণী যা নিয়ে আজও চর্চা হতে থাকে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর মধ্যে বিশেষ উল্লেখ রয়েছে ২০২৫ সাল নিয়ে!
advertisement
2/7
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাবাণীগুলির মধ্যে অনেক সত্যি বলে প্রমাণিত হয়েছে। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যদ্বাণী থেকে শুরু করে করোনাভাইরাস অতিমারি, সবই নাকি তিনি জানিয়ে গিয়েছেন সেই কত যুগ আগেই। ২০২৫ সালের শুরুতেই হবে এক ভূমিকম্প, এমন আভাস দিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা।
advertisement
3/7
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাবাণীর মধ্যে বিশেষ উল্লেখ রয়েছে ২০২৫ সালের। এই বছর থেকেই যে পৃথিবীর শেষের সূচনা হতে চলেছে, তার আগাম ইঙ্গিত দিয়ে গিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, এই বছর শেষের আগের আকস্মিকভাবেই কোটিপতি হয়ে যাবে ৪ রাশির জাতক-জাতিকারা! নভেম্বর ও ডিসেম্বর মাসে রাশি রাশি টাকার মালিকানা পাবেন! জেনে নিন কারা সেই সৌভাগ্যবানেরা?
advertisement
4/7
বৃষ-- নভেম্বর ও ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির বিপুল যোগ রয়েছে। হঠাৎ করে কোনও সম্পত্তি লাভ হতে পারে। চাকরিক্ষেত্রে উন্নতি ও ব্যসায় বিশাল মুনাফার যোগ রয়েছে।
advertisement
5/7
মিথুন-- নভেম্বর ও ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার স্বর্ণালী সুযোগ। লটারি জিততে পারেন।
advertisement
6/7
কন্যা--নভেম্বর ও ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকারা বিপুল টাকার মালিকানা পাবেন। জম-বাড়ি সংক্রান্ত বহুদিন ধরে চলতে থাকা মামলার নিষ্পত্তি হতে পারে।
advertisement
7/7
কুম্ভ- লটারি জেতার যোগ রয়েছে, সম্পত্তি লাভ হতে পোআরে। চাকরি ও ব্যবসায় বিপুল লাভের মুখ দেখবেন। বিদেশে যাওয়ার যোগ রয়েছে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Baba Bhanga Predictions:বাবা ভাঙ্গার 'সুপ্রিম' ভবিষৎদ্বানী, এই বছরের শেষ দুই মাসেই খেলা ঘুরবে, 'কোটিপতি' হবে এই ৪ রাশি, সারা জীবন পায়ের উপর পা তুলে কাটবে