Home Colour for Good Couple Relation: শোওয়ার ঘরে এই রঙ ভুলেও না, তাহলেই শান্তি হবে বিঘ্নিত হবে, রঙের প্রভাবেই শান্তি থাকবে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Home Colour for Good Couple Relation:শোবার ঘরের রং পাল্টে দেবে আপনার জীবন! জানুন, দিন শেষে আরাম ও পছন্দের বেডরুমের রঙে তাঁর ব্যক্তিত্ব প্রকাশ পাক। কিন্তু তাই বলে তো যে কোন রং আপনার সুখ শান্তি ও স্বাস্থ্যের পক্ষে ভালো না।
advertisement
1/6

পুজোর আগে ঘরকে অনেকেই সাজিয়ে তুলতে পছন্দ করেন। কিন্তু জানেন কি, দেওয়ালের রঙের উপর নির্ভর করে বাড়ির সুখ-শান্তি পাশাপাশি স্বাস্থ্যও!
advertisement
2/6
দিন শেষে আরাম ও পছন্দের বেডরুমের রঙে তাঁর ব্যক্তিত্ব প্রকাশ পাক। কিন্তু তাই বলে তো যে কোন রং আপনার সুখ শান্তি ও স্বাস্থ্যের পক্ষে ভালো না।
advertisement
3/6
বেডরুমের দেয়াল রং করার ক্ষেত্রে কখনোই কালো রং ব্যবহার করবেন না। কালো রং ঘরকে করে তোলে অন্ধকার। ঘরকে বাস্তবের চেয়ে ছোট দেখায়। ও এটি মনের নেতিবাচক প্রভাব ফেলে।
advertisement
4/6
বেড রুমে হলুদ রং এড়িয়ে চলুন। হলুদ ঘরের দেয়ালে একেবারেই বেমানান। কারণ, এই রং মনকে অস্থির করে তোলে।তবে হলুদ রংটি বাণিজ্যিক কার্যালয় বা অফিসের দেয়ালে ব্যবহার করা যেতে পারে।
advertisement
5/6
অনেকে ঘরে কমলা রং ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু এই কমলা রং বেডরুমকে করে তোলে ক্যাটক্যাটে উজ্জ্বল। যা মনকে অস্থির করে তোলে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
advertisement
6/6
কমলা রং এর মত লালও চোখ ধাঁধানো রং। গাঢ় লাল রং ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে ও ঘুম আসতে চায় না। সেজন্য জিমের মতো জায়গায় লাল রঙের ব্যবহার করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Home Colour for Good Couple Relation: শোওয়ার ঘরে এই রঙ ভুলেও না, তাহলেই শান্তি হবে বিঘ্নিত হবে, রঙের প্রভাবেই শান্তি থাকবে