TRENDING:

Astrology: শরীরের এই ৪ জায়গায় তিল রয়েছে? দাম্পত্য সুখে ভরবে জীবন, অর্থের অভাব হবে না

Last Updated:
Astrology Tips: শরীরের কোথায় তিল, চিহ্ন বা জন্মচিহ্ন রয়েছে তা দেখে ভবিষ্যৎ গণনা করা হয়।
advertisement
1/6
শরীরের এই ৪ জায়গায় তিল রয়েছে? দাম্পত্য সুখে ভরবে জীবন, অর্থের অভাব হবে না
*জ্যোতিষ শাস্ত্রে যেমন গ্রহের অবস্থান গণনা করে ভবিষ্যৎ বলা হয়, সমুদ্র শাস্ত্রে তেমনই তিলের গুরুত্ব। শরীরের কোথায় তিল, চিহ্ন বা জন্মচিহ্ন রয়েছে তা দেখে ভবিষ্যৎ গণনা করা হয়। শরীরের বিভিন্ন অংশের স্পন্দনের ব্যাখ্যাও রয়েছে সামুদ্রিক শাস্ত্রে। এর মধ্যে কিছু শুভ আবার কিছু অশুভ। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*সামুদ্রিক শাস্ত্র কী? এটা সংস্কৃত শব্দ। এর অর্থ ‘শারীরিক বৈশিষ্টের জ্ঞান’। অর্থাৎ তিল, স্পন্দনের মতো শারীরিক বৈশিষ্ট দেখে ভবিষ্যৎ গণনা করা হয়। এটা ফ্রেনোলজি (কপাল সামুদ্রি) এবং মুখ সামুদ্রির সঙ্গেও সম্পর্কিত। এখন শরীরের কোন অংশের স্পন্দন বা তিল কী অর্থ বহন করে, জেনে নেওয়া যাক। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*গালে তিল: সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে শরীরের বিশেষ অংশে তিল থাকলে সেই ব্যক্তি ধনী হবেন। যেমন কারও গালে তিল থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, এই ধরনের মানুষ খুব ভাগ্যবান। এঁদের অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হন। শুধু তাই নয়, সঙ্গী বা সঙ্গিনীর প্রতিও এঁরা আজীবন সৎ থাকেন। দাম্পত্য জীবনও সুখের হয়। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*কপালে তিল: যে ব্যক্তির কপালের ডানদিকে তিল থাকে, তিনি খুব ভাগ্যবান। এমনই বলছে সমুদ্রশাস্ত্র। এই ধরনের ব্যক্তিদের কখনও অর্থের অভাব হয় না। তবে সহজে কিছু মেলেও না। কিছু পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*বুকের মাঝখানে তিল: বুকের মাঝখানে তিল থাকা সৌভাগ্যের লক্ষণ। বিশ্বাস করা হয়, এই ধরনের ব্যক্তিদের উপর সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এঁরা আটঘাট বেঁধে কাজ করেন। সব কিছুতেই থাকে পরিকল্পনার ছাপ। সমাজে নিজের পরিচয় তৈরি করেন। আশপাশের মানুষও এঁদের মান্যগণ্য করেন। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*ডান হাতের তালুতে তিল: ডান হাতের তালুতে তিল থাকলে খুব সহজেই ব্যবসায় সাফল্য পাওয়া যায়। ঘুরিয়ে বলা যায়, এঁরা সফল ব্যবসায়ী হন। সমাজে নাম, খ্যাতি ও প্রতিপত্তি অর্জন করেন। শুধু তাই নয়, এঁরা ধনী হন। টাকা পয়সার অভাব থাকে না। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: শরীরের এই ৪ জায়গায় তিল রয়েছে? দাম্পত্য সুখে ভরবে জীবন, অর্থের অভাব হবে না
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল