Astrology Tips: জানুয়ারিতেই সূর্যের নক্ষত্রে বুধের প্রবেশ, বিপুল টাকা আসবে মেষ-সহ ৪ রাশির জীবনে, কাটবে সব বাঁধা-বিপত্তি
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
২০২৬-এর জানুয়ারির মাঝামাঝি বুধ গ্রহ সূর্যের উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। বৃদ্ধির গ্রহ বুধ ২০২৬-এর ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯টা ২৩ মিনিটে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। এই কারণেই কিছু রাশির হবে দেদার লাভ, রয়েছে বিপুল ধনলাভের যোগ
advertisement
1/6

২০২৬-এর জানুয়ারির মাঝামাঝি বুধ গ্রহ সূর্যের উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। বৃদ্ধির গ্রহ বুধ ২০২৬-এর ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯টা ২৩ মিনিটে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। এই কারণেই কিছু রাশির হবে দেদার লাভ, রয়েছে বিপুল ধনলাভের যোগ।
advertisement
2/6
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, সূর্য রাশিতে বুধের গোচরে চারটি রাশির আর্থিক উন্নতি হবে। সম্পর্কও এগিয়ে যাবে দ্রুত গতিতে। জেনে নিন কারা সেই সৌভাগ্যবানেরা--
advertisement
3/6
বৃষ রাশি: বুধ সূর্য রাশিতে গোচর করছে, ফলে বৃষ রাশির জীবনে ভাল দিন আসবে। ভীষণ সফল হবেন। ভালবাসার সম্পর্কে নেবে ইতিবাচক নতুন মোড়। শুধু তাই নয়, কাজ সম্পর্কিত সব ঝামেলাও মিটে যাবে। ফিরবে স্বাস্থ্যের হাল। সুস্থ থাকবেন। বিবাহিত জীবনে ভাল সময় আসবে।
advertisement
4/6
মিথুন রাশি: বুধের এই গোচরের জন্য জীবনে ইতিবাচক প্রভাব আসবে মিথুন রাশিরও। তাঁরাও একাধিক শুভ পরিণাম পাবেন। শুধু তাই নয়, সমাজে বাড়বে সম্মান। শরীর সম্পর্কিত নানা সমস্যা দূর হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে চলতে থাকা অস্থির সময় কেটে যাবে। যাঁরা সিঙ্গল রয়েছেন, তাঁরা এই সময় ভাল প্রস্তাব পেতে পারেন। পুরনো আটকে থাকা সব কাজ ও পরিকল্পনায় গতি আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা
advertisement
5/6
তুলা রাশি: উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশের জন্য জীবনে উন্নতি হবে নিশ্চিত। যদিও এই সময় ভাবুক হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। নতুন সম্পর্ক শুরুর সময় ভাল কাটবে। পরিবারে সকলে আপনার কথা শুনবে।
advertisement
6/6
মীন রাশি: বুধ এবং সূর্যের নক্ষত্রে প্রবেশের জন্য মীন রাশির সমসয়টা ইতিবাচক কাটবে। এই সময় বুঝেশুনে সিদ্ধান্ত নিলে জীবনে এগিয়ে যাবেন। ব্যবসাতেও উন্নতি হবে নিশ্চিত। মানসিক সমস্যাও দূর হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology Tips: জানুয়ারিতেই সূর্যের নক্ষত্রে বুধের প্রবেশ, বিপুল টাকা আসবে মেষ-সহ ৪ রাশির জীবনে, কাটবে সব বাঁধা-বিপত্তি