Astrology: চরম অভাব? সব কাজে বাধা? টাকার দরকার? পয়লা বৈশাখে লাড্ডু দিয়ে করুন এই কাজ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Astrology: সংসারে অশান্তি? এক টাকাও রোজগার নেই? সব কিছুতে বাধা? তাহলে এই কাজ করুন অবশ্যই! জানুন জ্যোতিষীর মত
advertisement
1/5

পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের শুরু। এই দিন মিষ্টিমুখ করার নিয়ম প্রচলিত রয়েছে। তবে পয়লা বৈশাখে লাড্ডু খাওয়া এবং লাড্ডু বিতরণের নিয়ম সবথেকে বেশি প্রচলিত। কিন্তু কেন এমনটা করা হয় জানেন?
advertisement
2/5
এই বিষয়ে বিশিষ্ট পুরোহিত এবং জ্যোতিষবিদ ধীমান বন্দ্যোপাধ্যায় বলছেন, পয়লা বৈশাখে লাড্ডু খাওয়ার নিয়মের সঙ্গে জড়িত রয়েছে গভীর ধর্মীয় সংযোগ। ধর্মীয় কারণ অনুসারে, এদিন লাড্ডু প্রসাদ হিসেবে খেলে এবং বিতরণ করলে ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
3/5
তিনি বলছেন, পয়লা বৈশাখে গণেশ পুজোর বিশেষ নিয়ম প্রচলিত রয়েছে। এদিন অনেকেই ঘরে গণেশ ঠাকুর প্রতিস্থাপন করেন। অনেক জায়গায় দেবী লক্ষ্মীরও পুজো হয়। এদিন ঘরে আর্থিক শ্রীবৃদ্ধি এবং বাধা-বিপত্তি দূর করতে তাদের পুজো করা হয়।
advertisement
4/5
তিনি বলছেন, ভগবান গণেশের অত্যন্ত প্রিয় লাড্ডু। হলুদ রং ভীষণ পছন্দ করেন ভগবান গণেশ। আবার হলুদ রং দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। হলুদ মিষ্টি, ফুল লক্ষ্মীর ভীষণ প্রিয়। তাই এদিন লাড্ডু পুজোর প্রসাদ হিসেবে দেওয়া এবং খাওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।
advertisement
5/5
ধীমানবাবু বলছেন, সেই একই কারণে বহু কাল থেকে নববর্ষের দিন লক্ষ্মী এবং গণেশকে লাড্ডু উৎসর্গ করার নিয়ম রয়েছে। যা কালে কালে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। পয়লা বৈশাখের মিষ্টি মুখে অনিবার্য হয়ে উঠেছে লাড্ডু।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: চরম অভাব? সব কাজে বাধা? টাকার দরকার? পয়লা বৈশাখে লাড্ডু দিয়ে করুন এই কাজ