Shani Margi Blessed Zodiac: শনির সোজা চালে মালামাল, কপাল খুলছে ৪ রাশির, প্রচুর টাকা ঘুরবে হাতে হাতে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani Margi Blessed Zodiac: শনির কৃপাতে ব্যাপক টাকা, তুমুল শক্তি
advertisement
1/13

৩০ বছর পরে কুম্ভতে শনির বক্রি অবস্থা, বক্রস্থল থেকে শনি গত ৪ নভেম্বর মার্গি প্রবেশ করেছেন অর্থাৎ শনির চালে বদল হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
শনির মার্গি আগামী বছর অর্থাৎ ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত থাকবে ৷ এই সময়ে সূর্যের অবস্থানের উপরে অনেক কিছুই নির্ভর করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
মঙ্গল, শনি ও বৃহস্পতি বাইরের কক্ষপথে অবস্থান করছে ৷ শুক্র, বুধ ও সূর্য কাছাকাছি থাকবে ৷ বক্রি অবস্থায় যেকোনও গ্রহেরই দ্রুত গতিবেগ থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
শনি প্রধানত দশম ও একাদশ ঘরের স্বামী ৷ যাঁদের উপরে শনির মহাদশার মহাপ্রভাব অর্থাৎ সাড়ে সাতি চলে এর দুষ্প্রভাব দেখতে পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
এবার দেখে নেওয়া যাক তুলা রাশি সম্পর্কে ৷ শনি তুলার পঞ্চম ঘরে গোচর করছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
শনির গোচর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ এই সময়ে কর্মক্ষেত্রে বা ব্যবসায় বিরাট লাভ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
যাঁরা ব্যবসার সঙ্গে সংযুক্ত তাঁদের কাজের পরিসর বাড়তে চলেছে এবার ৷ মোটা টাকা লাভ হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল আসতে চলেছে ৷ বিবাহিত জীবনের সমস্ত সমস্যা দূর হবে ৷ আর্থিক ক্ষেত্রে যে যে সঙ্কট তৈরি হওয়ার ছিল সেই সেই সঙ্কট এবার দূর হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
শশ মহাপুরুষ রাজযোগের ফলে ন্যায়ের পথ সুদৃঢ় হবে জাতক-জাতিকাদের জন্য ৷ সমস্ত রকমের পার্থিব সুখ পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
কুম্ভ রাশির জাতক-জাতিকারা শনির মার্গির ফলে বিশেষ ভাবে লাভবান হতে চলেছেন ৷ কেননা এই কুম্ভ রাশিতেই শশ মহাপুরুষ রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
বর্তমান সময়ে সমস্ত বাধা বিপত্তি দূর হবে ৷ আত্মবিশ্বাস বাড়বে, হাতে থাকবে টাকা পয়সা, ব্যবসাতেও লাভের মুখ দেখবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
শনির প্রিয় রাশি কুম্ভ হওয়াতে জাতক-জাতিকারা এবার দারুণ ফল পেতে চলেছেন ৷ সমস্ত রকমের আর্থিক সমস্যা দূর হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Margi Blessed Zodiac: শনির সোজা চালে মালামাল, কপাল খুলছে ৪ রাশির, প্রচুর টাকা ঘুরবে হাতে হাতে