Astrological Tips for Sunday: দিনের অধিপতি স্বয়ং সূর্যদেব! জানুন জীবনে সফল হতে রবিবার কী কী জ্যোতিষটোটকা পালন করবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Astrological Tips for Sunday: সূর্যপুজো এবং সূর্যদানের জন্য এই দিনটি আদর্শ। সূর্য হল নাম, যশ, প্রেম , জ্ঞান এবং বেড়ানোর প্রতীক।
advertisement
1/8

রবিবার মানে রবি বা সূর্যের দিন। জ্যোতিষ মতে সপ্তাহের এই দিনটির অধিপতি স্বয়ং সূর্যদেব।
advertisement
2/8
সূর্যপুজো এবং সূর্যদানের জন্য এই দিনটি আদর্শ। সূর্য হল নাম, যশ, প্রেম , জ্ঞান এবং বেড়ানোর প্রতীক।
advertisement
3/8
বহু গুরুত্বপূর্ণ কাজ এদিন সম্পাদিত করা গেলেও পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ।
advertisement
4/8
রবিবারে চুনী ধারণ করলে তা সৌভাগ্য সূচিত করে।
advertisement
5/8
বিদেশযাত্রায় বিঘ্ন এলে রবিবার সূর্যদেবকে নারকেলের জল নিবেদন করুন। তার পর ওই নারকেল প্রসাদ হিসেবে বিতরণ করুন।
advertisement
6/8
সূর্যশান্তি পুজো করার জন্য সপ্তাহে রবিবার আদর্শ দিন।
advertisement
7/8
জন্মকুণ্ডলীতে রবির অবস্থান বিচার করান কোনও জ্যোতিষীকে দিয়ে। তার পর তাঁর পরামর্শমতো সূর্যদেবকে তুষ্ট করতে রীতি পালন করুন।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrological Tips for Sunday: দিনের অধিপতি স্বয়ং সূর্যদেব! জানুন জীবনে সফল হতে রবিবার কী কী জ্যোতিষটোটকা পালন করবেন