TRENDING:

Shani Margi 2023: এই জাতক-জাতিকাদের শনিদেব এখন দিচ্ছেন কঠোর দণ্ড, এই কাজ করুন তাহলে বিপদ ছুঁতেও পারবে না

Last Updated:
Shani Margi 2023: নীলা রত্ন ধারণ করলে  শনি গ্রহের অশুভ প্রভাব থেকে প্রতিকার করা যায়৷
advertisement
1/6
এই জাতক-জাতিকাদের শনিদেব এখন দিচ্ছেন কঠোর দণ্ড, এই কাজ করুন তাহলে বিপদ ছোঁবে না
শনি গ্রহের প্রভাবে মানুষের জীবনে অনস্বীকার্য৷ শনির দশায় পড়লে রাজা -মহারাজাও নিজের গরিমা হারান৷ আবার শনির কৃপায় বিভিন্ন জাতক-জাতিকা দারুণ শুভ ফল পান৷ উত্থান হয় সব জায়গায়৷  শনিদেব হলেন কর্মের দাতা যিনি মানুষের ভাল-মন্দ কাজের ফল দেন। শনির শুভ দৃষ্টি যেকোনও মানুষকে ধনী করে তোলে। শনির কৃপায় মানুষের জীবনে অনেক উন্নতি হয়।
advertisement
2/6
৪ নভেম্বর থেকে শনি সরাসরি ঘুরে গেছে। শনির সরাসরি গতি কিছু রাশির জাতক-জাতিকাদের সমস্যায় ফেলতে চলেছে। শনির অশুভ প্রভাব এড়াতে আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন।প্রত্যক্ষ শনি এই রাশির জাতকদের সমস্যায় ফেলবে, এর প্রভাবে কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।
advertisement
3/6
শনি প্রত্যক্ষ যখন হয় তখন এই রাশির জাতক-জাতিকারা খুব সতর্ক থাকুন। শনির প্রত্যক্ষ গতিবিধির কারণে আর্থিক, মানসিক ও শারীরিক যে কোনও দিক দিয়েই ক্ষতিসাধন হতে পারে৷  কোনও ধরণের দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই শনি প্রত্যক্ষ হলে জাতক-জাতিকাকে খুব সতর্ক থাকতে হয়। এই সময়ে রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে নানা ধরণের বাধার সম্মুখীন হতে পারেন।
advertisement
4/6
শনিদেব যেহেতু কর্মের ফলদায়ক তাই শুধুমাত্র গ্রহের ফেরেই তাঁর কোপে পড়ে মানুষ এরকম নয়৷  যাঁরা অসহায়কে কষ্ট দেয়, অবলা প্রাণীদের ক্ষতি সাধন করে, বৃদ্ধ ও নারীদের অপমান করে তাদের প্রতিও শনিদেব ক্রুদ্ধ হন৷ এছাড়াও যাঁরা প্রতারণা করেন তাঁরাও শনিদেবের কোপের সম্মুখীন হন৷
advertisement
5/6
শনির অশুভ প্রভাব থেকে বাঁচার উপায়যাঁরা প্রতি শনিবার নিয়ম করে শনিদেবের পুজো করেন, শনিদেব তাঁদের কোনও ক্ষতি করেন না। শনির অশুভ প্রভাব এড়াতে শনিদেবকে সরষের তেল ও কালো তিল নিবেদন করা উচিত। যা অশুভ প্রভাব দূর করে  তার আশীর্বাদ নিয়ে আসে। পিপল গাছের পুজো এবং জল নিবেদন করলেও শনির অশুভ দৃষ্টি প্রতিহত করা যায়। শনিবার কালো কুকুর ও কাককে খাবার খাওয়ানো শুভ বলে মনে করা হয়।
advertisement
6/6
শনিদেবের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে মঙ্গলবার ও শনিবার বিশেষ পুজো করা উচিত। হনুমান চালিশা এবং সুন্দরকাণ্ড পাঠ করলে শনিদেব প্রসন্ন হন এবং ভক্তদের উপর তাঁর আশীর্বাদ দেন। নীলা রত্ন ধারণ করলে  শনি গ্রহের অশুভ প্রভাব থেকে প্রতিকার করা যায়৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Margi 2023: এই জাতক-জাতিকাদের শনিদেব এখন দিচ্ছেন কঠোর দণ্ড, এই কাজ করুন তাহলে বিপদ ছুঁতেও পারবে না
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল