TRENDING:

Astro Tips for Shukra: দেবী লক্ষ্মীকে অর্চনা করুন এই সহজ রীতি মেনে, আপনার জীবনে শুক্রের উত্থান আটকাবে সাধ্য কার, কাঁড়ি কাঁড়ি সম্পত্তি আপনার হল বলে...

Last Updated:
Astro Tips for Shukra: টাকার গদিতে বসবেন সুখ রাখার জায়গা থাকবে না! শুধু শুক্রের অবস্থান মজবুত করুন
advertisement
1/5
দেবী লক্ষ্মীকে অর্চনা করুন এই সহজ রীতি মেনে,আপনার জীবনে শুক্রের উত্থান আটকাবে কে
শুক্র গ্রহকে বলা হয় সুখ-শান্তি, বৈভবের গ্রহ। অর্থাৎ যে জাতকদের জাতিকাদের শুক্র ভাল অবস্থানে রয়েছে, তাদের জীবন সুখে কেটে যায়। কিন্তু আপনার যদি শুক্র ঠিক অবস্থানে না থাকে, তাহলে ছোট্ট একটি কাজে ফিরবে ভাগ্য।
advertisement
2/5
জ্যোতিষ পরান গোস্বামী বলছেন, আপনার শুক্রকে ভাল অবস্থানে আনতে চাইলে প্রত্যেক শুক্রবার অবশ্যই দেবী মহালক্ষ্মীর পুজো করুন। এদিন সকাল সকাল স্নান সেরে মহালক্ষ্মীর ভক্তি ভরে পুজো করুন। যথাসম্ভব ফুল, মিষ্টি ভোগ দিন। মহালক্ষ্মী মন্ত্র জপ করুন ১০৮ বার।
advertisement
3/5
তিনি বলছেন, শুক্র ভাল অবস্থানে আনতে চাইলে প্রত্যেক শুক্রবার অবশ্যই দেবী লক্ষীকে একটি লাল রংয়ের গোলাপ ফুল নিবেদন করুন। সেই গোলাপে ছিটিয়ে দিন গোলাপ সুগন্ধি আতর। এমনটা করলে দেবী লক্ষীর কৃপায় আপনার ভাগ্য ফিরবে। শুক্রের অবস্থান মজবুত হবে।
advertisement
4/5
তিনি বলছেন, খুব সহজ একটি উপায় শুক্রের অবস্থান ভাল করা যায়। এরজন্য প্রত্যেকদিন আপনি স্নান সেরে বাম হাতে বৃদ্ধাঙ্গুলির নিচের অংশে কোনও সুগন্ধি লাগান। তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নিচের অংশ দিয়ে ওই জায়গাটি কিছুক্ষণ ঘষে নিন। এই ছোট্ট টোটকা শুক্রের অবস্থান মজবুত করতে সাহায্য করে।
advertisement
5/5
এই জ্যোতিষবিদ বলছেন, ছেঁড়া জামাকাপড় পড়লে, নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে শুক্রের অবস্থান খারাপ হয়। শুক্রবার ক্ষৌরকর্ম করা থেকে বিরত থাকতে হয় বলা হয়। শুক্রবার ক্ষৌরকর্ম করলে সুখ চলে যায়। এই ছোট ছোট নিয়মগুলি পালন করলে মজবুত করা যায় শুক্রকে। জীবন কাটে সুখে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips for Shukra: দেবী লক্ষ্মীকে অর্চনা করুন এই সহজ রীতি মেনে, আপনার জীবনে শুক্রের উত্থান আটকাবে সাধ্য কার, কাঁড়ি কাঁড়ি সম্পত্তি আপনার হল বলে...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল