Astro Tips For Diya: সংসারে সম্পত্তি-প্রতিপত্তি উপচে পড়ুক, এটাই বাসনা, জেনে নিন দিওয়ালিতে প্রদীপ জ্বালাবেন নাকি মোমবাতি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Astro Tips For Diya: দীপাবলিতে প্রদীপ নাকি মোমবাতি, কি জ্বালাবেন? বেশি উপকার পাবেন কিসে?
advertisement
1/5

দীপাবলি মানেই আলোর উৎসব অন্ধকার দূর করার দিন এই দিন কেউ ঘর সাজিয়ে তোলেন রংবেরঙের মোমবাতিতে কেউ আবার ভরসা রাখেন প্রদীপে। কিন্তু দীপাবলিতে কি জ্বালালে বেশি উপকার পাবেন? জানিয়েছেন বাস্তবিদ অচিন্ত্য সামন্ত।
advertisement
2/5
তিনি বলছেন, দীপাবলিতে মূলত মাটির প্রদীপ সরষের তেলে জ্বালানো হয়। শাস্ত্রমতে বিশ্বাস, এমনটা করলে ওই ব্যক্তির শনি এবং মঙ্গল মজবুত হয়। ফলে তার ধন-সম্পত্তির কোনও অভাব হয় না। তিনি মধুর দাম্পত্য উপভোগ করতে পারেন।
advertisement
3/5
এছাড়াও মাটির প্রদীপ জ্বালানোর একাধিক উপকার শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। দীপাবলির দিন সাতমুখী মাটির প্রদীপ জ্বালালে খুশি হন দেবী লক্ষ্মী। তিনমুখী মাটির প্রদীপ জালালে খুশি হন সিদ্ধিদাতা গণেশ। বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সমস্ত নেতিবাচকতা কেটে গিয়ে আসে সুখ।
advertisement
4/5
তিনি বলছেন, মোমবাতি জ্বালানোর বাস্তু মতে বিশেষ উপকারিতা হয়েছে। মোমবাতি খুব ধীরগতিতে জ্বলে। ফলে সন্ধ্যেবেলায় বাড়িতে মোমবাতি জ্বালানো হলে সম্পদের স্থিতিশীলতা আসে। সংসারে চাঞ্চল্য পরিস্থিতি দূর হয়।
advertisement
5/5
অচিন্ত্যবাবু জানিয়েছেন, মোমবাতি পোড়ার গন্ধে ঘর থেকে অশুভ শক্তি দূর হয়। এছাড়াও তিনি পরামর্শ দিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় বাড়ির পূর্ব, উত্তর-পূর্ব এবং দক্ষিণ কোণে মোমবাতি জ্বালানোর জন্য। তারফলে অকাল মৃত্যু, দুঃখ, দুর্দশা সব ঘুচে যাবে। সংসারে নেমে আসবে অপার শান্তি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips For Diya: সংসারে সম্পত্তি-প্রতিপত্তি উপচে পড়ুক, এটাই বাসনা, জেনে নিন দিওয়ালিতে প্রদীপ জ্বালাবেন নাকি মোমবাতি