Ashada Purnima Rituals 2024: আসছে আষাঢ় পূর্ণিমা! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? অর্থ ও সৌভাগ্য লাভে পুজো করুন এই দেবদেবীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ashada Purnima Rituals 2024: এই তিথি বিশ্বাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই পুণ্যতিথিতে কিছু নির্দিষ্ট আচার আচরণ পালন করলে সব সাধ পূর্ণ হয়।
advertisement
1/6

আসছে আষাঢ় পূর্ণিমা। আগামী পরশু, শুক্রবার সকাল ৭.৩২ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এই শুভ তিথি থাকবে ২২ জুন শনিবার সকাল ৬.৩৭ মিনিট পর্যন্ত।
advertisement
2/6
এই তিথি বিশ্বাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই পুণ্যতিথিতে কিছু নির্দিষ্ট আচার আচরণ পালন করলে সব সাধ পূর্ণ হয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
advertisement
3/6
আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ভোরে স্নান সেরে শুদ্ধ বসন পরুন। এই তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করুন।
advertisement
4/6
এই তিথিতে দরিদ্র নরনারায়ণের সেবা করা অত্যন্ত পুণ্যদায়ী বলে মনে করা হয়। গোপদম ব্রত পালনে করতে পারেন গোসেবাও।
advertisement
5/6
এই পুণ্যতিথিতে পালন করতে পারেন উপবাস ব্রতও। নিয়ম নিষ্ঠা পালন করে উপবাস ব্রত পালনের পর সাত্তিক আহারে ভঙ্গ করুন উপবাস।
advertisement
6/6
আষাঢ় পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পূজারও আয়োজন করতে পারেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ashada Purnima Rituals 2024: আসছে আষাঢ় পূর্ণিমা! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? অর্থ ও সৌভাগ্য লাভে পুজো করুন এই দেবদেবীর