TRENDING:

Akshaya Tritiya Halkhata Timing: রাত পোহালে অক্ষয় তৃতীয়ার এই সময়ে করুন হালখাতা, এই সময়ে কিনুন সোনা! ব্যবসায় উপচে পড়বে লাভ, জীবনে টের পাবেন না অভাব

Last Updated:
Akshaya Tritiya Halkhata Timing: সনাতনী মতে মনে করা হয়, এই শুভ তিথিতে যা করবেন, তার সুফল অক্ষয় হয়ে থাকবে। ব্যবসায় লাভ, জীবনে অর্থসুখ চান? রাত পোহালেই অক্ষয় তৃতীয়ার এই সময়ে করুন হালখাতা, এই সময়ে কিনুন সোনা
advertisement
1/7
ব্যবসায় লাভ, জীবনে অর্থসুখ চান? রাত পোহালে অক্ষয় তৃতীয়ার এই সময়ে করুন হালখাতা
রাত পোহালেই, শুক্রবার অক্ষয় তৃতীয়া। বৈশাখমাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই শুভ পার্বণ।
advertisement
2/7
সনাতনী মতে মনে করা হয়, এই শুভ তিথিতে যা করবেন, তার সুফল অক্ষয় হয়ে থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
3/7
শুক্রবার অক্ষয়তৃতীয়া শুরু হবে ভোর ৪.১৭ মিনিটে।
advertisement
4/7
১০ মে দিনভর অক্ষয় তৃতীয়া তিথি থাকার পর সেদিন রাত ২.৫০ মিনিট পর্যন্ত এই শুভ তিথি থাকবে৷
advertisement
5/7
অক্ষয় তৃতীয়ায় ভোর ৫.৩৩ মিনিট থেকে রাত ২.৫০ মিনিট পর্যন্ত পুরোটাই সোনা কেনার শুভ মুহূর্ত৷
advertisement
6/7
ব্যবসায়ীরা এই তিথিতে হালখাতা করেন। এ বছর হালখাতা করার শুভ সময় সকাল ৭.৩৫ থেকে সকাল ১০.১২ মিনিট।
advertisement
7/7
হালখাতা করার আরও একটি শুভ পর্ব হল দুপুর ১২.৪৮ থেকে দুপুর ২.৩৮ পর্যন্ত।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Akshaya Tritiya Halkhata Timing: রাত পোহালে অক্ষয় তৃতীয়ার এই সময়ে করুন হালখাতা, এই সময়ে কিনুন সোনা! ব্যবসায় উপচে পড়বে লাভ, জীবনে টের পাবেন না অভাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল