TRENDING:

Agrahayan Amavasya on Saturday Rituals: একে শনিবার, তার উপর অগ্রহায়ণের অমাবস্যা! আজ সন্ধ্যায় এই ছোট্ট কাজে তুষ্ট শনিদেব! আসবে টাকা ও সৌভাগ্যের বর্ষা

Last Updated:
Agrahayan Amavasya on Saturday Rituals:বিশেষ কিছু রীতি পালন করলে এই তিথিতে শনিদেবের কোপ থেকে রেহাই পাবেন। জীবনে আসবে অর্থ ও সৌভাগ্যের বর্ষা
advertisement
1/6
একে শনিবার, তার উপর অগ্রহায়ণের অমাবস্যা! আজ রাতে এই ছোট্ট কাজে আসবে টাকার বর্ষা
এ বছর মার্গশীর্ষ বা অগ্রহায়ণের অমাবস্যা পালিত হবে ৩০ নভেম্বর, শনিবার। দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই পুণ্যতিথি শুরু শনিবার সকাল ১০.২৯ থেকে।
advertisement
2/6
এই অমাবস্যা থাকবে রবিবার সকাল ১১.৫০ পর্যন্ত। এই তিথির সঙ্গে শনিদেবের সম্পর্ক গভীর এবং গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু রীতি পালন করলে এই তিথিতে শনিদেবের কোপ থেকে রেহাই পাবেন। জীবনে আসবে অর্থ ও সৌভাগ্যের বর্ষা। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/6
একে শনিবার, তার উপর অগ্রহায়ণের অমাবস্যা। পুণ্যতিথিতে সন্ধ্যাবেলা সর্ষের তেল, কালো তিল নিবেদন করে শনিদেবের কাছে পুজো দিন। শনিমন্দিরে প্রজ্বলন করুন তিলতেলের প্রদীপ।
advertisement
4/6
এই তিথিতে পিতৃপূজা, দানধ্যান, এবং পুণ্যনদীতে স্নান করলেও দোষ খণ্ডন হয়ে পুণ্যার্জনের পত সুগম হয়।
advertisement
5/6
অগ্রহায়ণের অমাবস্যায় অনেকে ভগবান বিষ্ণু, মহাদেবের পুজো করেন। রুদ্রাভিষেকের পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, উপবাস পালন করা হয়। জীবনে সাফল্য ও বিত্তের জন্য সূর্যপ্রণাম করা হয়।
advertisement
6/6
অমাবস্যার বিশেষ রীতি পালন করা হয় নিশিতে। সেগুলি শনিবার সন্ধ্যায় পালন করার পর বাকি রীতি পালন করতে পারেন রবিবার সকালে, যতক্ষণ অমাবস্যা আছে, সেই সময়সীমার মধ্যে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Agrahayan Amavasya on Saturday Rituals: একে শনিবার, তার উপর অগ্রহায়ণের অমাবস্যা! আজ সন্ধ্যায় এই ছোট্ট কাজে তুষ্ট শনিদেব! আসবে টাকা ও সৌভাগ্যের বর্ষা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল