Alipurduar News: কলকাতায় গরম, কিন্তু লেপচাখাতেই মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস! রইল সাদায় মোড়া বাংলার ছবি
- Published by:Teesta Barman
- hyperlocal
Last Updated:
সোমবার দুপুরের পর তাপমাত্রা কমতে থাকে আলিপুরদুয়ার জেলায় বক্সা, লেপচাখা এলাকায়। তাপমাত্রা নেমে আসে অনেকটাই নীচে। দিনের বেলায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল হতেই তাপমাত্রা গিয়ে দাঁড়ায় মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
1/6

বছরের শেষে জাঁকিয়ে শীত পড়েছে উত্তরের জেলা গুলিতে। গতকাল রাতের শিলাবৃষ্টিতে বরফসাদা বক্সা পাহাড়ের ছোট গ্রাম লেপচাখা। ব্যাপক শিলাবৃষ্টি হয় ডুয়ার্সের আলিপুরদুয়ারের বক্সা, এলাকাতেও। (Reporter: Annanya Dey)
advertisement
2/6
সোমবার দুপুরের পর তাপমাত্রা কমতে থাকে আলিপুরদুয়ার জেলায় বক্সা, লেপচাখা এলাকায়। তাপমাত্রা নেমে আসে অনেকটাই নীচে। দিনের বেলায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল হতেই তাপমাত্রা গিয়ে দাঁড়ায় মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
3/6
সোমবার রাত ১১টা নাগাদ শিল পড়তে শুরু করে এই দুই এলাকায়। তবে তা কিছুটা সময়ের জন্য। মঙ্গলবার সকালেও লেপচাখা এলাকায় বরফের দেখা মিলেছে। এদিকে এলাকা বরফে ঢেকেছে শুনতেই পর্যটকরা ছুটছেন বক্সায়।
advertisement
4/6
স্থানীয় পর্যটন ব্যবসায়ী ইয়ান্তে ডুকপা জানিয়েছেন, বক্সা, লেপচাখা বরাবরই পর্যটকদের কাছে আকর্ষনীয়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের ভিড় হয় এই এলাকাগুলিতে।
advertisement
5/6
দার্জিলিং ছাড়াও এবার ডুয়ার্সের এই পার্বত্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাবেন দেশ বিদেশের পর্যটকরা, আশা পর্যটন ব্যবসায়ীদের। বড়দিনের ছুটিতে বক্সা পাহাড়ে উঠতে শুরু করেছে পর্যটকেরা।
advertisement
6/6
ভরপুর শিলাবৃষ্টি হয়েছে লেপচাখা এলাকায়। আজ এখনও পর্যন্ত বরফ জমে রয়েছে লেপচাখায়। বরফ নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিচ্ছেন পর্যটকেরা।
বাংলা খবর/ছবি/আলিপুরদুয়ার/
Alipurduar News: কলকাতায় গরম, কিন্তু লেপচাখাতেই মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস! রইল সাদায় মোড়া বাংলার ছবি