Alipurduar Railway News: শিলিগুড়ি বা হাওড়া যেতে হবে না আর! বেঙ্গালুরু, মুম্বইগামী ট্রেন চলবে আলিপুরদুয়ার থেকে! কবে থেকে পাবেন সুবিধে?
- Reported by:Annanya Dey
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
এবারে দক্ষিণ ভারতগামী ট্রেনের জন্য শিলিগুড়ি, হাওড়া যেতে হবে না আলিপুরদুয়ারবাসীকে। ভারতীয় রেলের পক্ষ থেকে বেঙ্গালুরু এবং মুম্বই যাওয়ার জন্য দুটি ট্রেন দেওয়া হল আলিপুরদুয়ার ডিভিশনে। আলিপুরদুয়ার জংশন থেকে চলবে এই দুটি ট্রেন। এর মধ্যে একটি অমৃত ভারত এক্সপ্রেস রয়েছে।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: এবারে দক্ষিণ ভারতগামী ট্রেনের জন্য শিলিগুড়ি, হাওড়া যেতে হবে না আলিপুরদুয়ারবাসীকে। ভারতীয় রেলের পক্ষ থেকে বেঙ্গালুরু এবং মুম্বই যাওয়ার জন্য দুটি ট্রেন দেওয়া হল আলিপুরদুয়ার ডিভিশনে। আলিপুরদুয়ার জংশন থেকে চলবে এই দুটি ট্রেন। এর মধ্যে একটি অমৃত ভারত এক্সপ্রেস রয়েছে।
advertisement
2/5
বেঙ্গালুরু-মালদা অমৃত ভারত এক্সপ্রেসের পরে বেঙ্গালুরু-পশ্চিমবঙ্গের সঙ্গে সংযোগকারী দ্বিতীয় ট্রেন ছুটবে আলিপুরদুয়ার থেকে। ২০২৩ সালে যখন এই বিভাগটি প্রথম চালু করা হয়েছিল, তখন বেঙ্গালুরু-মালদা অমৃত ভারত এক্সপ্রেস বরাদ্দ করা হয়েছিল।
advertisement
3/5
বন্দে ভারতের পরে বাজেট-বান্ধব এবং আরামদায়ক বিকল্প হিসেবে তৈরি, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি। কম খরচে দীর্ঘ দূরত্বের ভ্রমণের উপর জোর দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। রেলওয়ে বোর্ড কর্তৃক প্রকাশিত সময়সূচী অনুসারে, সাপ্তাহিক ট্রেনটি প্রতি শনিবার বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল থেকে যাত্রা শুরু করবে এবং সোমবার আলিপুরদুয়ারে পৌঁছাবে।
advertisement
4/5
আবার সোমবার আলিপুরদুয়ার থেকে শুরু হবে এবং বৃহস্পতিবার বেঙ্গালুরুতে পৌঁছবে।অমৃত ভারত ট্রেনগুলি বিশেষভাবে ডিজাইন করা WAP-5 লোকোমোটিভ দ্বারা পরিবহন করা হয় এবং সুপারফাস্ট ট্রেনের মতোই সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে।
advertisement
5/5
প্রতিটি ট্রেনে ২২টি নন-এসি কোচ থাকে, যার মধ্যে বেশি সংখ্যক অসংরক্ষিত কোচ এবং সংরক্ষিত স্লিপার বগি থাকে, যা এগুলিকে দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য উপযুক্ত করে তোলে।আগামী ১৬ জানুয়ারি থেকে চলবে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি বলে জানা যায়।
বাংলা খবর/ছবি/আলিপুরদুয়ার/
Alipurduar Railway News: শিলিগুড়ি বা হাওড়া যেতে হবে না আর! বেঙ্গালুরু, মুম্বইগামী ট্রেন চলবে আলিপুরদুয়ার থেকে! কবে থেকে পাবেন সুবিধে?