Bhutan-India border: জলের স্রোতে ভুটানের সীমানা প্রাচীর ভাঙল! ভয়াবহ অবস্থা ভারত-ভুটান সীমান্তে! ভেসে যাচ্ছে ঘর-বাড়ি!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Bhutan-India border: এলাকায় ক্রমাগত বৃষ্টি তার উপরে ভুটান পাহাড়ের জলের ফলে তরিবাড়ি গ্ৰামে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
advertisement
1/7

ভুটান থেকে আসা জলের প্রবল স্রোতে ভয়াবহ পরিস্থিতি ভারত-ভুটান পাসাখা সীমান্ত জয়গাঁ খোকলাবস্তি এলাকায়। বর্তমানে আন্তজার্তিক পাসাখা সীমান্ত দিয়ে যানাবাহন চলাচল বন্ধ রয়েছে। (লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
2/7
ভারত-ভুটান সীমান্ত খোকলাবস্তি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে ভুটান গামী ট্রাকের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। পাসাখা সীমান্ত হয়ে ভুটান ঢোকার প্রবেশ পথ নেই। প্রবল জলের স্রোতে এশিয়ান হাইওয়ে ৪৮ সড়ক ক্ষতিগ্রস্ত। এলাকার ঘরবাড়িতে ঢুকে পড়েছে জল। (লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
3/7
স্থানীয়সূত্রে জানা যায়,শুক্রবার ভোরে অতিবৃষ্টিতে পাসাখা সীমান্তের ভুটানের পাহাড় ধসে জল ভারতে ঢুকে পড়ে।জলের স্রোতে বন্যা পরিস্থিতি এলাকায়।বড় পাথর জমা করে জল আটকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। ( লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
4/7
বন্যা পরিস্থিতির কারণে ভারতের কাস্টমস ও এসএসবি-র চেক পোস্ট বন্ধ রয়েছে।ঘরবাড়ি ভেসে যাওয়ার আতঙ্কে খোকলাবস্তির বাসিন্দারা। ( লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
5/7
জলের তোড়ে ভেঙ্গে পড়েছে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ তরিবাড়ি এলাকায় ভুটানের সীমানা প্রাচীর । ২০০ মিটার ভুটানের সীমানা প্রাচীর ভেঙে গেলো। সীমানা প্রাচীর ভেঙে ভুটান পাহাড়ের জল তরিবাড়ি গ্ৰামে প্রবেশ করতে শুরু করেছে। ( লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
6/7
এলাকায় ক্রমাগত বৃষ্টি তার উপরে ভুটান পাহাড়ের জলের ফলে তরিবাড়ি গ্ৰামে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে অনবরত বৃষ্টির জেরে একাধিক ডাইভারশন ভেঙে বিপত্তি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। ( লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
7/7
পাশাপাশি ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ( লেখা ও ছবি: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/আলিপুরদুয়ার/
Bhutan-India border: জলের স্রোতে ভুটানের সীমানা প্রাচীর ভাঙল! ভয়াবহ অবস্থা ভারত-ভুটান সীমান্তে! ভেসে যাচ্ছে ঘর-বাড়ি!