Alipurduar News | Viral News: বাড়ির সীমানা থেকে রহস্যজনক আওয়াজ শোনা যাচ্ছিল! কাছে যেতেই একী দেখলেন ব্যক্তি!
- Published by:Piya Banerjee
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Alipurduar News | Viral News: আওয়াজটা ভেসে আসছিল অনেকক্ষণ ধরেই! রহস্যজনক সেই আওয়াজের সন্ধানে গিয়ে যা দেখলেন ব্যক্তি! শিউরে উঠবেন!
advertisement
1/5

বাড়ির বাইরে সীমানার থেকে আসছিল এক রহস্যজনক আওয়াজ। গৃহস্থ বাড়ির লোকজন সামনে গিয়ে দেখতেই ভয় পেয়ে গেলেন। (Reported By Annanya Dey)
advertisement
2/5
মাদারিহাটের প্রধাননগর এলাকায় রতন দাসের বাড়িতে সকাল থেকেই ছিল মানুষের ভিড়। উৎসাহী মানুষজন উঁকি দিয়ে দেখছিলেন বিষয়টি কী! কাছে যতেই দেখা গেল আসলে সে এক বিষধর সাপ! সাপটি মাথা তুলতেই ভয়ে যে যার মতো এদিক ওদিক দৌড়ে পালিয়েছেন। (Reported By Annanya Dey)
advertisement
3/5
বাড়ির মালিক রতন দাস বিপদের আশঙ্কা দেখে খবর দেন বনদফতরে। এরপর বেলার দিকে বনদফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করতে হাত লাগায়। (Reported By Annanya Dey)
advertisement
4/5
মাটির নীচে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল সাপটি। তবে আধঘণ্টার প্রয়াসে সাপটিকে কাবু করে থলেতে ভরতে সক্ষম হন জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা। জানা গিয়েছে সাপটি পাঁচফুট লম্বা। স্পেকটিক্যাল কোবরা প্রজাতির সাপ। (Reported By Annanya Dey)
advertisement
5/5
বনকর্মীরা সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছে। বাড়ির মালিক রতন দাস জানান,"মাটি ও সাপের গায়ের রঙ এক ছিল।মানুষজন যেভাবে ভিড় করছিল। যে কোনও সময় বিপদ ঘটতে পাড়ত ।অনেক শিশু এসেছিল। বিষাক্ত বলেই মনে হয়েছিল সাপটিকে। তাই বন দফতরে খবর দেই। (Reported By Annanya Dey)
বাংলা খবর/ছবি/আলিপুরদুয়ার/
Alipurduar News | Viral News: বাড়ির সীমানা থেকে রহস্যজনক আওয়াজ শোনা যাচ্ছিল! কাছে যেতেই একী দেখলেন ব্যক্তি!