জফরুদ্দিন পুলিশকে জানিয়েছেন, বুধবার তিনি সেলুনে গিয়েচিলেন চুল কাটতে৷ সেই সময় ওই সেলুনে দুই যুবকও ছিল৷ জফরুদ্দিনকে ওরা বলে, দাড়ি কাটতে হবে৷ জফরুদ্দিন জানান, এটা তাঁর ধর্মীয় আচার৷ তিনি কাটতে পারবেন না৷ তখন ওই যুবকরা মারধর শুরু করে৷
সেলুনের কর্মচারিও দাড়ি কাতে রাজি হচ্চিলেন না৷ যুবকরা কর্মচারিকেও মারধর শুরু করে৷ শেষ পর্যন্ত জোর করে দাড়ি কাটতে বাধ্য করা হয় জফরুদ্দিনকে৷
advertisement
Location :
First Published :
August 02, 2018 12:40 PM IST