TRENDING:

স্নাতক পাশ হলেই এবার স্কুলে পড়ানোর সুযোগ পাবেন যুবক-যুবতীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্কুলে শিক্ষক ঘাটতি কমাতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কলেজে স্নাতক পাশ হলেই এবার স্কুলে পড়ানোর সুযোগ পাবেন যুবক-যুবতীরা ৷ নবান্নে উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷
advertisement

নবান্নে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাচার্যদের সঙ্গে বৈঠকের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কন্যাশ্রীর জন্য স্কুলছুট কমেছে ৷ স্কুলে ছাত্রী ভর্তির সংখ্যা বেড়েছে কয়েকগুণ ৷ তার জেরে শিক্ষক ঘাটতি কমাতেই শিক্ষকতায় শিক্ষানবিশ করার সুযোগ পাবেন যুবক যুবতীরা ৷ স্নাতক ও স্নাতকোত্তর হলে দু’বছরের জন্য স্কুলে ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে ৷ পাশাপাশি শিক্ষানবিশদের জন্য ভাতা দেওয়ারও ভাবনা চিন্তা চলছে ৷

advertisement

প্রাথমিক স্কুলে ইনটার্ন শিক্ষকদের ভাতা ২ হাজার ৷ মাধ্যমিক স্কুলে ইন্টার্নদের ভাতা ২,৫০০ টাকা করার ভাবনাচিন্তা চলছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, পঞ্চম শ্রেণিকেও প্রাথমিকে আনার ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে ১০টি নতুন কলেজ হচ্ছে ৷ এগুলির মধ্যে রয়েছে উর্দু কলেজও ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্নাতক পাশ হলেই এবার স্কুলে পড়ানোর সুযোগ পাবেন যুবক-যুবতীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর