মাত্র তিন দিন পর জন্মদিন ছিল বিভাসের৷ তার আগেই মায়ের কোল খালি করে চলে গিয়েছে সে৷ বিভাসের বাবা জনমেজয় ঘোষ মিষ্টির দোকানের কর্মী৷ মা সীতা পরিচারিকার কাজ করতেন৷ অভাব-অনটনের সংসারে কোনও মতে দিন গুজরান করা বাবা, মা সুখের দিনের স্বপ্ন দেখতেন দুই ছেলের মুখের দিকে তাকিয়ে৷ কিন্তু বিধাতার পরিহাসে আজ হারাতে হল ছোট ছেলেকে৷
advertisement
আরও পড়ুন: BREAKING: নাগেরবাজার বিস্ফোরণে ৮ বছরের শিশুর মৃত্যু, আহতরা কোথায় ভর্তি জেনে নিন
ভাইয়ের নির্মম মৃত্যু মানতে পারছে না দাদা বিকাশ৷ যাদের জন্য জীবনের শুরুতেই চলে যেতে হল ভাইকে তাদের ফাঁসি চায় সে৷
Location :
First Published :
October 02, 2018 7:07 PM IST