TRENDING:

জোড়া কালবৈশাখীতে ক্ষতির পরিমাণ জানাল রাজ্য়, মৃতের সংখ্য়া ১৮ ছাড়াল

Last Updated:

গতকাল জোড়া কালবৈশাখীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বেশ কিছু জেলা ৷ ঘণ্টায় ৮২ থেকে ৯৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া মুহূর্তের মধ্যে তছনছ করেছে তিলোত্তমা সহ বেশ কিছু জেলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গতকাল জোড়া কালবৈশাখীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বেশ কিছু জেলা ৷ ঘণ্টায় ৮২ থেকে ৯৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া মুহূর্তের মধ্যে তছনছ করেছে তিলোত্তমা সহ বেশ কিছু জেলা ৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগোনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ব্য়াপক ক্ষতিগ্রস্ত ৷ প্রবল ঝড়ে গতি স্তদ্ধ হয়েছে রাজ্যবাসী চরম হেনস্থার শিকার হন সাধারণ মানুষ ৷
advertisement

আরও পড়ুন : কলকাতায় ১০০ কিমি বেগে ধেয়ে এল ঝড়, ৫০টিরও বেশি গাছ পড়ে তছনছ শহর

এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে কলকাতা ও হাওড়ায় মোট ৩০৩ টি গাছ উপড়ে রাস্তা অবরুদ্ধ করে দেয় ৷ কলকাতায় উপড়ে পড়া ২২৫ টি গাছে বিদ্যুৎ স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে একাধিক এলাকা অন্ধকারে ডুবে যায় ৷

advertisement

দক্ষিণ ২৪ পরগনার ৫৬ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের ও ৪৫০০ মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছেন ৷

আরও পড়ুন : জোড়া কালবৈশাখিতে আয়লার ছায়া ফিরল কলকাতায়, ঝড়ের জেরে লন্ডভন্ড মহানগর

জোড়া কালবৈশাখীর দাপটে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্তের সংখ্যা হাওড়া ২৩, হুগলি ৫২, উত্তর ২৪ পরগনা ১০০, কলকাতা ১০৫০ আংশিক ক্ষতিগ্রস্তের সংখ্যা হাওড়া ৫৩৭, হুগলি ৭২৪, উত্তর ২৪ পরগনা ৭০০, কলকাতা ৪০০, এছাড়াও কলকাতায় ১৫৫ টি পুরনো বাড়ি ভেঙে পড়ে, দক্ষিণ ২৪ পরগনা ৩২৩ সব মিলিয়ে কালবৈশাখীর জোড়া ফলায় বিদ্ধ রাজ্যবাসী ৷

advertisement

আরও পড়ুন :  ১৩ মিনিটের ব্যবধানে দুটি ঝড়, গত কয়েক দশকে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী কলকাতা

মানুষের দুর্ভোগ এখানেই থেমে নেই এসেছে বেশ কয়েক জেলা থেকে এসেছে মৃত্যুর খবরও, জোড়া কালবৈশাখীর বলি সারা রাজ্যে ১৮ ৷ কালবৈশাখীর হাওড়ায় মৃত ৬, হুগলি ১, উত্তর ২৪পরগনা ১, কলকাতা ৮, বাঁকুড়া ২ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাণ্ডবের আশঙ্কা
আরও দেখুন

প্রশাসন তৎপর থেকে উদ্ধার কাজ চালিয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত গতিতে ত্রাণ পোঁছানো হয়েছে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
জোড়া কালবৈশাখীতে ক্ষতির পরিমাণ জানাল রাজ্য়, মৃতের সংখ্য়া ১৮ ছাড়াল