আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে ৯.৭ ইঞ্চি ডিসপ্লের অ্যাপেল আইপ্যাড, জেনে নিন কত দাম
খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Xiaomi-র স্বয়ংক্রিয় মিউজিক প্লেয়ার ৷ অ্যামাজন ইকো, গুগল হোম মিনি, অ্যাপেল হোম পড-কে টেক্কা দিতে এ বার Mi AI Speaker মিনি আনল Xiaomi ৷ গত সপ্তাহে নতুন মডেলের এই স্পিকারটি উদ্বোধন হয়েছে সাংহাই-এর একটি অনুষ্ঠানে ৷ জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় এর দাম হতে পারে ১,৮০০ টাকার কাছাকাছি ৷
advertisement
মিনির আগে আরও একটি স্পিকার গত বছরই বাজারে এনেছে Xiaomi ৷ Mi AI Speaker-টির দাম ২,৮০০ টাকা ৷ এ বার সাধারণের আয়ত্তে আরও কম দামে স্পিকার আনল Xiaomi ৷
আরও পড়ুন: কম দামে G6 সিরিজ নিয়ে আসছে মোটোরোলা
Mi AI Speaker মিনি পাওয়া যাবে সাদা রঙে ৷ হাতের তালুর মাপের হবে এটি ৷ নেভিগেশন বাটন রয়েছে এই স্পিকারে ৷ প্রায় ৩৫ মিলিয়ন বই ও গান পেয়ে যাবেন এতে ৷ পাশাপাশি এই স্পিকারে ট্রাফিক আপডেট, রিমাইন্ডার ও সিডিউল সেট করেও রাখা যাবে ৷