TRENDING:

অস্ত্রোপচারের পথে ঋদ্ধি, সিদ্ধান্ত সপ্তাহের শেষে, পাশে থাকার আহ্বান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : আঙুলের চোটের কারণে ইংল্যান্ডে-র বিরুদ্ধে টেস্ট দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের এক নম্বর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ৷ কিন্তু এই বিশ্রামের সময়ে ঋদ্ধির চোট আরও মারাত্মক দিকে ঘুরে গেছে ৷ আর তারই জেরে অন্তত মাস তিনেকে-র জন্য মাঠের বাইরে ঋদ্ধি ৷
advertisement

এই মুহূর্তে কাঁধের বড়রকমের অসুবিধার মধ্যে রয়েছেন বাংলার ‘পপসি’৷ চোট সারিয়ে ওঠার জন্য এনসিতে রয়েছেন বাংলার ছেলে ৷ কাঁধে অস্ত্রোপচার ছাড়া কোনও উপায় নেই ৷ এই অবস্থায় বছর শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাও অনিশ্চিত ঋদ্ধিমানের ৷

সূত্রের খবর ,‘‘ এনসিএ-তে থাকাকালীন ঋদ্ধি-র বুড়ো আঙুলের চোট সেরে গেছে, কিন্তু কাঁধের চোট ভীষণভাবে বেড়ে গেছে ৷ এমনকি চোটের বাড়াবাড়ির কারণে কাঁধের সঞ্চালনও ভীষণভাবে প্রভাবিত হচ্ছে ৷ এই অবস্থায় অস্ত্রোপচারই একটা পথ ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহের শেষে হবে ৷ ফলে তাঁর মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে ৷ ’’

advertisement

আরও পড়ুন - আন্তর্জাতিক ক্রিকেটে সচিন পুত্রের অভিষেক, ব্যাট হাতে যা করলেন অর্জুন!

এদিকে এর মধ্যে বিসিসিআই চটেছে জোরদার ৷ তাদের মতে ঋদ্ধির চোট সারাতে গিয়ে ঘেঁটে ফেলেছে এনসিএ ৷ একমাত্র অস্ত্রোপচার হলেই এই চোট কাটিয়ে উঠতে পারবেন ঋদ্ধি , এমনটাই মত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ৷

advertisement

এই খারাপ সময়ে সকলে যেন ঋদ্ধির পাশে থাকেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋদ্ধি ও তাঁর স্ত্রী রোমি মিত্র ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
অস্ত্রোপচারের পথে ঋদ্ধি, সিদ্ধান্ত সপ্তাহের শেষে, পাশে থাকার আহ্বান