TRENDING:

আবিষ্কৃত হল চালের দানার থেকেও ছোট কম্পিউটার!

Last Updated:

আবিষ্কৃত হল চালের দানার থেকেও ছোট কম্পিউটার! আকার মাত্র ০.‌৩ মিলিমিটার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেরিকা: বিবর্তণের রাস্তা ধরে সেই পিঠমোটা কম্পিউটারে কত না পরিবর্তন এল! হালে, সেরা চমক দিল মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তৈরি করল, বিশ্বের সব থেকে ছোট কম্পিউটার। চালের দানার থেকেও ছোট, আকারে মাত্র ০.‌৩ মিলিমিটার। নাম দেওয়া হয়েছে 'মিশিগান মাইক্রো মোট'।
advertisement

দেখতে অত্তটুকুন হলে কী হবে! কাজে এক্সপার্ট! রয়েছে র‌্যাম, প্রসেসর, ওয়েভ ট্রান্সমিটার, রিসিভার, ফোটোভলটাইক্‌সের মতো যন্ত্রপাতি। যন্ত্রটি ক্যান্সারের চিকিৎসায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ! কারণ, এতে রয়েছে প্রিসিশন টেম্পারেচার সেন্সর যা মানুষের শরীরে টিউমার এবং সাধারণ টিস্যুর তাপমাত্রার তারতম্য ধরতে পারবে।

তবে, যে-কোনও ভাল কিছুর, কিছু না কিছু খুঁত তো থাকবেই! 'মিশনগান মাইক্রো মোট'-এরও রয়েছে তেমনি কিছু 'সাইড-এফেক্ট'! ডেস্কটপ যেমন পাওয়ার ব্যাকআপ ছাড়াই প্রোগ্রাম ডেটা ফের খুঁজে নিতে পারে, এই যন্ত্রটি তা পারে না।  সুইচ বন্ধ হওয়ার সঙ্গেসঙ্গেই সব প্রোগ্রাম ডেটা হারিয়ে যাবে। এত ছোট যন্ত্রে কনভেনশনাল রেডিও অ্যান্টেনা বসানো সম্ভব হয়নি। তাই আলোর মাধ্যমেই আদানপ্রদান করতে হবে তথ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আরও পড়ুন-স্মার্টফোন জ্বালিয়ে দিল আস্ত একটা গাড়ি!

বাংলা খবর/ খবর/বিদেশ/
আবিষ্কৃত হল চালের দানার থেকেও ছোট কম্পিউটার!