দেখতে অত্তটুকুন হলে কী হবে! কাজে এক্সপার্ট! রয়েছে র্যাম, প্রসেসর, ওয়েভ ট্রান্সমিটার, রিসিভার, ফোটোভলটাইক্সের মতো যন্ত্রপাতি। যন্ত্রটি ক্যান্সারের চিকিৎসায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ! কারণ, এতে রয়েছে প্রিসিশন টেম্পারেচার সেন্সর যা মানুষের শরীরে টিউমার এবং সাধারণ টিস্যুর তাপমাত্রার তারতম্য ধরতে পারবে।
তবে, যে-কোনও ভাল কিছুর, কিছু না কিছু খুঁত তো থাকবেই! 'মিশনগান মাইক্রো মোট'-এরও রয়েছে তেমনি কিছু 'সাইড-এফেক্ট'! ডেস্কটপ যেমন পাওয়ার ব্যাকআপ ছাড়াই প্রোগ্রাম ডেটা ফের খুঁজে নিতে পারে, এই যন্ত্রটি তা পারে না। সুইচ বন্ধ হওয়ার সঙ্গেসঙ্গেই সব প্রোগ্রাম ডেটা হারিয়ে যাবে। এত ছোট যন্ত্রে কনভেনশনাল রেডিও অ্যান্টেনা বসানো সম্ভব হয়নি। তাই আলোর মাধ্যমেই আদানপ্রদান করতে হবে তথ্য।
advertisement
Location :
First Published :
June 23, 2018 5:46 PM IST