TRENDING:

মোটেই খুশি নেই পৃথিবী, কোন দেশে কোথায় দাঁড়িয়ে জানেন

Last Updated:

খুশি থাকতে ভালো লাগছে না কারোর ৷ সকলেই এখন অসুখী এবং অখুশি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: আপনি খুশি আছেন না নেই ৷ কিম্বা ভাবছেন আপনিই বোধহয় শুধু খুশি নেই ৷ কিন্তু আপনার ভাবনা ভুল ৷ আপনি একাই নন গোটা দুনিয়ার মানুষই খুশি নেই ৷ গোটা পৃথিবীই দুঃখে ৷
advertisement

সম্প্রতি ‘হ্যাপিনেস ইনডেক্স’ মাপক একটি রিসার্চে এটা সবচেয়ে দুঃখের বছর ৷ আর সেটা এক যুগের হিসেবে ৷ শেষ দশ বছরে ২০১৭ সবচেয়ে দুঃখের বছর বা আনহ্যাপি বছর ৷

ঝঞ্ঝা বিধ্বস্ত মধ্য আফ্রিকা সবচেয়ে দুঃখী জায়গা ৷ বুধবার প্রকাশিত এই সমীক্ষায় জানা গিয়েছে তালিকার দু‘নম্বরে রয়েছে ইরাক ৷ আফ্রিকায় সার্ভে হয়েছে ৩৫ টি দেশে তারমধ্যে ২৪ টি দেশের মানুষ একেবারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ জাতি সংঘর্ষ থেকে শুরু করে ভেঙে পরা স্বাস্থ্য ব্যবস্থা সব মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবনযাপনই দুষ্কর হয়ে যাচ্ছে ৷

advertisement

তবে শুধু যে দেশে টাকা পয়সার অভাবের জন্য এটা হয় তা নয় এমনটাই জানাচ্ছে রিসার্চ ৷ আমেরিকার বিভিন্ন দেশেও মানুষজন নিজেদের জীবনযাত্রা নিয়ে খুশি নয় ৷

আরও পড়ুন - ভারত বনধে নাকি সামিল হয়েছিলেন ধোনিও ! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এদিকে হ্যাপিনেস ইনডেক্স লেভেলে ভালো আছে এমন দেশের তালিকার এক নম্বরে থাকা দেশ প্যারাগুয়ে ৷ সবচেয়ে পজিটিভ কান্ট্রি তালিকায় রয়েছে লাতিন আমেরিকার এই দেশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

গ্যালাপ সার্ভে ১৪৬ টি দেশের দেড় লক্ষ মানুষকে নিয়ে সার্ভে করেছে ৷ তাদের ব্যাথা-বেদনা-স্ট্রেস, রাগ, খারাপ লাগা সব কিছু নিয়ে উত্তর দিয়েছে ৷ ২০০৬ সাল থেকে এই সার্ভে হয় ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
মোটেই খুশি নেই পৃথিবী, কোন দেশে কোথায় দাঁড়িয়ে জানেন