সেই বিশেষ ভবিষ্যৎবক্তা অবশ্য কোনও মানুষ নন, একটি ধবধবে সাদা বিড়াল ৷ নাম অ্যাকিলিস ৷ অতীতে অক্টোপাস ‘পল’ বা হাতি ‘নেলি’-কে বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে দেখা গিয়েছে ৷ এবছর সেই ভূমিকায় রয়েছে বিড়াল অ্যাকিলিস ৷ প্রতিটি ম্যাচেরই সে ভবিষ্যৎবাণী করবে ৷ প্রথম ম্যাচে অবশ্য সৌদি আরব নয়, অ্যাকিলিসের পছন্দ আয়োজক দেশ রাশিয়াই ৷
advertisement
অ্যাকিলিসের সামনে বুধবার দু’টি খাবারের বাটি রাখা হয়েছিল। একটা রাশিয়ার জাতীয় পতাকা-সহ বাটি এবং অন্যটি সৌদি আরবের। অ্যাকিলিস কিন্তু শেষপর্যন্ত রাশিয়ার পতাকা দেওয়া বাটিটাই বেছে নিয়েছে। শেষ আট মাসে একটা ম্যাচেও জেতেনি রাশিয়া। কিন্তু অ্যাকিলিস বলে দিচ্ছে, আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতবে আয়োজক দেশই।
advertisement
Location :
First Published :
June 14, 2018 8:42 AM IST