মঙ্গলবারই জিদানের ছেড়ে যাওয়া জায়গায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন লোপেতেগুই। আগামী তিন মরশুমের জন্য স্পেন তথা গোটা বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লোপেতেগুই ৷ বিশ্বকাপের ঠিক মুখে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্পেন ফুটবল ফেডারেশন ৷ শেষপর্যন্ত তাই টুর্নামেন্ট শুরুর আগেই কোচকে ছেঁটে ফেলার এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷
advertisement
আরও পড়ুন-২০২৬ বিশ্বকাপের দায়িত্ব পেল তিন দেশ, ফিফার ইতিহাসে এই প্রথম
বিশ্বকাপের ঠিক একদিন বাকি, এই সময় কে দায়িত্ব নেবে স্পেন দলের ? এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক । স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে অবশ্য এখনই এব্যাপারে কিছু স্পষ্ট জানানো হয়নি ৷ ফেডারেশনের প্রেসিডেন্ট লুই রুবেলস বলেন, ‘‘ আমরা জাতীয় কোচকে ছেঁটে ফেলারই সিদ্ধান্ত নিলাম। তাঁর অধীনে দল খুব ভাল করেছে। ওকে আমরা ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছাও। স্প্যানিশ জাতীয় দল গোটা দেশের। তবে আমাদের না জানিয়েই রিয়ালের সঙ্গে লোপেতেগুই চুক্তি করেছেন। সাংবাদিক সম্মেলনের মাত্র ৫ মিনিট আগে সেটা জানতে পারি আমরা ৷ ’’