ভিডিওটি ১০ সেকেন্ডের ৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ এর আগেও এমন হত্যার নৃশংস ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে ৷ কিন্তু এই প্রথম কোনও মহিলাকে খুনের ভিডিও আপলোড করা হল ৷ তবে, কে আপলোড করেছে ভিডিওটি ৷ তার পরিচয় এখনও মেলেনি ৷ এখনও পর্যন্ত এই ঘটনার দায়ভারও স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন ৷
advertisement
ঘটনাটির তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ৷
সোপিয়ান জেলার দ্রাগড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তরুণীর মৃতদেহ ৷ ওই তরুণী পুলওয়ামা জেলার দাঙ্গেরপোড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, নিহত তরুণী আলবাদার জঙ্গি সংগঠনের কমান্ডার-ইন-চিফ জিনাত-উল-ইসলামের আত্মীয় ৷ যে পুলিশের ওয়ান্টেড জঙ্গি তালিকায় সবথেকে উপরে রয়েছে ৷ প্রসঙ্গত, গত মাসে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে জিনাতের ৷
advertisement
Location :
First Published :
February 02, 2019 9:07 AM IST