প্রায় ১০ হাজার পাউন্ড ( ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা ) নিজের বিলাসবহুল গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন ওই মহিলা ৷ হঠাৎই রাস্তায় পড়ে থাকতে দেখা যায় রাশি রাশি নোট ৷ সিসিটিভি ফুটেজ প্রকাশিত হতেই তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
তবে দেশটা যেহেতু দক্ষিণ কোরিয়া ৷ তাই পথ চলতি মানুষ চোখের সামনে এত নোট দেখেও সেটাকে না তুলে সোজা গিয়ে পুলিশে খবর দেন ৷ কারণ সেদেশে রাস্তায় পড়ে থাকা নোট তোলাকে অপরাধ হিসেবেই গণ্য করা হয় ৷ সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর দেখে গাড়ির মালকিনকে খুঁজে বের করে পুলিশ ৷ তখনই জানা যায় শুধুমাত্র মানুষকে টাকা দান করার ইচ্ছেতেই এমন কাণ্ডটা ঘটিয়েছেন ওই মহিলা ৷ দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
Location :
First Published :
July 26, 2018 9:42 AM IST