TRENDING:

চলন্ত গাড়ি থেকে মহিলা ছুঁড়ে ফেললেন লক্ষ লক্ষ টাকা ! তারপর কী ঘটল ? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

মানুষকে টাকা বিলোনোর হঠাৎ ইচ্ছে হয়েছিল তাঁর ৷ আর তাতেই চলন্ত গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা রাস্তায় ছুঁড়ে ফেললেন এক মহিলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেউগু: গাড়ি চালাচ্ছেন ৷ হঠাৎ সামনের গাড়ি থেকে উড়ে এল কাড়ি কাড়ি টাকা ! এমনটা হলে কী ভাল হত বলুন ৷ বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ কোরিয়ার শহর দেউগুতে ৷ এই কাণ্ডটা ঘটিয়েছেন এক কোটিপতি মহিলা ৷ মানুষকে টাকা বিলোনোর হঠাৎ ইচ্ছে হয়েছিল তাঁর ৷ আর তাতেই চলন্ত গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা রাস্তায় ছুঁড়ে ফেললেন তিনি ৷
advertisement

প্রায় ১০ হাজার পাউন্ড ( ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা ) নিজের বিলাসবহুল গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন ওই মহিলা ৷ হঠাৎই রাস্তায় পড়ে থাকতে দেখা যায় রাশি রাশি নোট ৷ সিসিটিভি ফুটেজ প্রকাশিত হতেই তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

তবে দেশটা যেহেতু দক্ষিণ কোরিয়া ৷ তাই পথ চলতি মানুষ চোখের সামনে এত নোট দেখেও সেটাকে না তুলে সোজা গিয়ে পুলিশে খবর দেন ৷ কারণ সেদেশে রাস্তায় পড়ে থাকা নোট তোলাকে অপরাধ হিসেবেই গণ্য করা হয় ৷ সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর দেখে গাড়ির মালকিনকে খুঁজে বের করে পুলিশ ৷ তখনই জানা যায় শুধুমাত্র মানুষকে টাকা দান করার ইচ্ছেতেই এমন কাণ্ডটা ঘটিয়েছেন ওই মহিলা ৷  দেখে নিন সেই ভিডিও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
চলন্ত গাড়ি থেকে মহিলা ছুঁড়ে ফেললেন লক্ষ লক্ষ টাকা ! তারপর কী ঘটল ? দেখুন ভাইরাল ভিডিও