TRENDING:

গাড়ি করে এসে সদ্যোজাতকে ফেলে গেলেন মহিলা, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুজফফরপুর: তখন সবে ভোরের আলো ফুটেছে ৷ উত্তরপ্রদেশের মুজফফরপুরের একটি সরু রাস্তায় তখনও লোকজনের আনাগোনা শুরু হয়নি ৷ বেলা বাড়তে এই রাস্তাতেই ভিড়টা বেড়ে যায় ৷ তখন রাস্তা শুনসান ৷ হঠাৎ সেই রাস্তাতেই এসে দাঁড়ালো রুপোলি রংয়ের চার চাঁকার একটি গাড়ি ৷ খুলে গেল গাড়ির দরজা ৷ গোলাপি আর কালো রংয়ের চেক কাপড়ে মুখ ঢাকা এক মহিলা ৷ হঠাৎ তিনি গাড়ির ভিতর থেকে একটি সদ্যোজাতকে একটি বাড়ির সামনে ফেলে দিলেন ৷ বন্ধ হল গাড়ির দরজা ৷ সদ্যোজাতকে রাস্তায় ফেলে রেখেই সাঁ সাঁ করে দৌড়ল গাড়ি ৷ আর গোটা ঘটনাটিই বন্দি হয়ে রইল সিসিটিভি ক্যামেরা ৷
advertisement

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই ভিডিও ৷ আর এই ঘটনা সামনে আসতেই উদ্বেগ বেড়েছে আমজনতার ৷ শিশুটির শেষ পর্যন্ত কী হল, তা জানার জন্য কৌতুহল বেড়েছে সবার ৷ তবে জানা গিয়েছে, ওই সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে ৷ এবং স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে ৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, সদ্যোজাত কন্যাশিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ তবে তাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা যথা সাধ্য চেষ্টা চালানো হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সম্প্রতি একইরকম ঘটনা ঘটেছিল কেরলের কোচি শহরের এডাপ্পাল্লি এলাকার সেন্ট জর্জ ফোরান্স গির্জার সামনে ৷ রাতের অন্ধকার গত শনিবার একটি শিশুকে গির্জার সামনে ফেলে গিয়েছিলেন তার বাবা-মা ৷ সেই ঘটনাও ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায় ৷ আর সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরেই অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সেই দম্পতি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
গাড়ি করে এসে সদ্যোজাতকে ফেলে গেলেন মহিলা, দেখুন ভিডিও