TRENDING:

বাঙালি পরিচালক অনীকের ‘হোয়াইট’ কান থেকে এবার পাড়ি দিচ্ছে ভিয়েনায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত বছর ‘স্ত্রী পত্র’তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল পরিচালক অনীক চৌধুরী ৷ গতবার দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে ৷ তার আগে সেই ছবি প্রদর্শিত হয়েছিল বার্লিন ও হ্যামিলটন চলচ্চিত্র উৎসবে ৷ আবার নতুন ছবি বানিয়েছেন বছর ছাব্বিশের অনীক ৷
advertisement

ছবির নাম ‘হোয়াইট’৷ প্রবাসী বাঙালি অনীকের এই ছবি ইতিমধ্যে দেখানো হয়ে গিয়েছে কান চলচ্চিত্র উৎসবের ‘মার্কে-দু-ফিল্মস’অর্থাৎ মার্কেটিং বিভাগে ৷ ছবিটির বাংলা নাম ‘অবদাত’৷ যৌন নির্যাতনের তিনটি গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ তিনটি ভিন্ন আর্থ-সামাজিক প্রেক্ষাপটের তিনজন মহিলা ৷ কিন্তু কোথাও গিয়ে তাঁরা এক সরলরেখায় এসে দাঁড়িয়েছেন ৷ তিনজনই ধর্ষিতা ৷ সেই অবস্থা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ানোটাই ফুঁটে উঠেছে অনীকের এই ছবিতে ৷

advertisement

পরিচালক  অনীক চৌধুরী ৷ ছবি: অনীক চৌধুরী ফেসবুক পেজের সৌজন্যে ৷

ছবিটিতে কোনও ডায়লগ ব্যবহার করেননি পরিচালক ৷ বোঝাতে চেয়েছেন, গোটা বিশ্ব জুড়ে যৌন নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে ৷ অথচ আমরা দেখেও দেখি না, আমরা চুপ! এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, আর্যা বন্দ্যোপাধ্যায়,সায়ন্তী চট্টরাজ, প্রিয়াঙ্কা পিকু দে, মেহুলি দাস-সহ অন্যান্যরা।

advertisement

হোয়াইট ছবির একটি দৃশ্য ৷ ছবি: অনীক চৌধুরীর সৌজন্যে ৷

গত ১১ মে কানের দরবারে দেখানো হল এই ছবি ৷ যে সময় সোনম-দীপিকা আর ঐশ্বর্যরা পোশাক পরে লালগালিচা মাতিয়ে তুলছেন ৷ সেই খবরই ছড়িয়ে পড়ছে চারিদিকে ৷ সেই সময়ই দিল্লিবাসী বাঙালি‘সিনেমাওয়ালা’র ‘হোয়াইট’নিঃশব্দে কানের আঙিনায় প্রদর্শিত হয়ে ফিরল ৷ ঠিক ছবির ভাষার মতোই ৷

advertisement

ছবির শুটিংয়ের সময় কলাকুশলীদের সঙ্গে পরিচালক ৷ ছবি: অনীক চৌধুরী ফেসবুক পেজের সৌজন্যে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এ বার অনীকের সেই ছবি পাড়ি দিতে চলেছে ভিয়েনায় ৷ আগামী ৭ থেকে ১০ জুন অস্ট্রিয়ার ভিয়েনায় বসতে চলেছে ‘রিঅ্যাক্টর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব ভিয়েনা’র আসর ৷ সেখানেই দেখানো হবে ‘হোয়াইট’ ৷ এই খবরে বেজায় খুশি অনীক ৷ তিনি বলেন, ‘‘কান-এর প্রিমিয়ারের ঠিক পর পরই আরও একটি ইউরোপীয় দেশে দেখানো হবে এই ছবি ৷ আমি বেজায় খুশি এবং সম্মানিত ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাঙালি পরিচালক অনীকের ‘হোয়াইট’ কান থেকে এবার পাড়ি দিচ্ছে ভিয়েনায়