কওসর ঢালি কোথায় ? নিউটাউনে খামারে অভিযানের পর ৯৬ ঘণ্টা পেরোলেও তদন্তকারীরা তার নাগাল পায়নি। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ মনে করছে বাংলাদেশে গা ঢাকা দিয়েছে কওসর।
১০ বছর আগে বাংলাদেশ থেকে এখানে চলে আসে সে। তার আগে ছোট খামার করে। এর দৌলতে কলকাতায় যাতায়াত লেগে থাকত তার। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে লোকজন আনিয়ে কাজ চালাত কওসর।
advertisement
বসিরহাটের খামার থেকে মরা মুরগি আনা হত, ফ্রিজারে রাখা হত ৷ তারপর সেগুলি বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় পাঠানো হত। এক কেজি মুরগি ৮০ টাকা কমিশন ৷ পুলিশ সূত্রে খবর, ওই এলাকার বহু লোককে কাজে লাগানোর সুবাদে পরিচিতি বাড়ে কওসরের। এলাকায় প্রভাবও বাড়ে। এই সুযোগে পালিয়ে যায় কওসর বলে মনে করছে পুলিশ ৷
advertisement
Location :
First Published :
May 01, 2018 4:23 PM IST