TRENDING:

মরা মুরগির মাংসের চাঁই কওসর এখন কোথায় ?

Last Updated:

মরা মুরগির মাংসের চাঁই কওসর ঢালি কি বাংলাদেশে পালিয়েছে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মরা মুরগির মাংসের চাঁই কওসর ঢালি কি বাংলাদেশে পালিয়েছে ? একাধিক সূত্র থেকে এমনই ধারণা তদন্তকারীদের। নিউটাউনে কওসরের খামারের মরা মুরগির মাংসে নাম জড়িয়েছে রাজারহাট, নিউটাউনের একাধিক নামী রেস্তোরাঁয় নাম। কওসরের খামারের ধৃত দুই কর্মীর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত।
advertisement

কওসর ঢালি কোথায় ? নিউটাউনে খামারে অভিযানের পর ৯৬ ঘণ্টা পেরোলেও তদন্তকারীরা তার নাগাল পায়নি। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ মনে করছে  বাংলাদেশে গা ঢাকা দিয়েছে কওসর।

১০ বছর আগে বাংলাদেশ থেকে এখানে চলে আসে সে। তার আগে ছোট খামার করে। এর দৌলতে কলকাতায় যাতায়াত লেগে থাকত তার। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে লোকজন আনিয়ে কাজ চালাত কওসর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বসিরহাটের খামার থেকে মরা মুরগি আনা হত, ফ্রিজারে রাখা হত ৷ তারপর সেগুলি বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয়  পাঠানো হত। এক কেজি মুরগি ৮০ টাকা কমিশন ৷ পুলিশ সূত্রে খবর, ওই এলাকার বহু লোককে কাজে লাগানোর সুবাদে পরিচিতি বাড়ে কওসরের। এলাকায় প্রভাবও বাড়ে। এই সুযোগে পালিয়ে যায় কওসর বলে মনে করছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মরা মুরগির মাংসের চাঁই কওসর এখন কোথায় ?