ইতিহাস জানাচ্ছে, এক সময় এই মাহিশমতি-ই ছিল মধ্যপ্রদেশের অন্যতম রাজ্য ৷ কখনও এই রাজ্যকে বলা হত অবন্তির রাজত্ব, কখনও আবার অনুপা রাজত্ব ৷ মানচিত্র অনুযায়ী, উজ্জয়িনী-র দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মাহিশমতি ৷ গোটা রাজ্যের অবস্থানটাই নর্মদাকে কেন্দ্র করে৷
রাজা মৌলি, তাঁর বাহুবলি ছবিতেও দেখিয়েছেন নদী দিয়েই ঘেরা রয়েছে ছবির মাহিশমতি ৷ তবে শুধু ইতিহাসেই নয়, মহাভারত ও রামায়ণেও রয়েছে এই মাহিশমতি-র কথা ৷ এমনকী, রাবন নাকি আক্রমণ করেছিলেন মাহিশমতি রাজ্যকে ৷ পাণ্ডবারও বহুবার পা রেখেছিলেন এই মাহিশমতিতে !
advertisement
Location :
First Published :
May 11, 2017 8:04 PM IST