TRENDING:

বাহুবলি তো দেখেছেন, কিন্তু জানেন কি মাহিশমতি রাজ্য সত্যিই রয়েছে এদেশে?

Last Updated:

বাহুবলি তো দেখেছেন, কিন্তু জানেন কি মাহিশমতি রাজ্য সত্যিই রয়েছে এদেশে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেদাবাদ: হ্যাঁ, আছে ৷ সত্যিই রয়েছে বাহুবলির মাহিশমতি-র রাজ্য ৷ যে রাজ্যের রাজা হওয়ার জন্যই লড়াই বাহুবলি ও বল্লালদেবের ৷ যে রাজ্যের রাজা হওয়ার তাড়নাতেই হত্যা হল বাহুবলির ৷ আর যে রাজ্যের শপথ নিয়েই কাটাপ্পা হত্যা করল বাহুবলিকে ৷ রাজা মৌলির বাহুবলি ছবির পটভূমিকা যে সুবিশাল মাহিশমতিকে তৈরি হয়েছে, সে রাজ্য শুধু সিনেমার পর্দায় নয়, রয়েছে বাস্তবেও ! মধ্যপ্রদেশে নর্মদার পাশেই সুবিশাল এই রাজ্যের সন্ধান পাওয়া গিয়েছে ৷
advertisement

ইতিহাস জানাচ্ছে, এক সময় এই মাহিশমতি-ই ছিল মধ্যপ্রদেশের অন্যতম রাজ্য ৷ কখনও এই রাজ্যকে বলা হত অবন্তির রাজত্ব, কখনও আবার অনুপা রাজত্ব ৷ মানচিত্র অনুযায়ী, উজ্জয়িনী-র দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মাহিশমতি ৷ গোটা রাজ্যের অবস্থানটাই নর্মদাকে কেন্দ্র করে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাজা মৌলি, তাঁর বাহুবলি ছবিতেও দেখিয়েছেন নদী দিয়েই ঘেরা রয়েছে ছবির মাহিশমতি ৷ তবে শুধু ইতিহাসেই নয়, মহাভারত ও রামায়ণেও রয়েছে এই মাহিশমতি-র কথা ৷ এমনকী, রাবন নাকি আক্রমণ করেছিলেন মাহিশমতি রাজ্যকে ৷ পাণ্ডবারও বহুবার পা রেখেছিলেন এই মাহিশমতিতে !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলি তো দেখেছেন, কিন্তু জানেন কি মাহিশমতি রাজ্য সত্যিই রয়েছে এদেশে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল