নির্বাচন কমিশনের দাবি, একদফায় ভোট হলে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ তাই দু’দফায় ভোট করার দাবিতে সরব নির্বাচন কমিশন ৷ কিন্তু রাজ্য সরকারের যুক্তি, মনোনয়ন জমা দিতে না পারায় মোট আসনের প্রায় ২৭ শতাংশতেই জিতে গিয়েছে তারা ৷ তাই তিন দফায় ভোটের প্রয়োজন নেই বলেই মত রাজ্য সরকারের ৷ আর এই নিয়েই নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে পঞ্চায়েত সচিব সৌরভ দাসের মতানৈক্য হয় ৷
advertisement
মঙ্গলবার সৌরভ দাসের সঙ্গে অমরেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে একদফায় বৈঠকের পর সমাধান সূত্র মেলেনি ৷ দু’তরফই নিজের দাবি নিয়ে অনড় ছিলেন ৷ দ্বিতীয় দফার বৈঠকের কথা থাকলেও তা হয়নি। পুরো বিষযটি সৌরভ দাস মুখ্যসচিবকে জানিয়েছেন ৷ কিন্তু ভোটের তারিখ নিয়ে আবারও জটিলতা দেখা যেতে পারে বলে সূত্রের খবর।
তবে, আদালতের সব নির্দেশ ও রায়ের কপি হাতে পাওয়ার পরেই সাবধানে পা ফেলতে চাইছে কমিশন। সেক্ষেত্রে ভোটের দিনক্ষণ ঘোষণা আরও অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছে কমিশনের একাংশ।