এবার ব্যবহারকারীদের মধ্যে ভিডিও কল আরও জনপ্রিয় করে তুলতে নতুন পদক্ষেপ নিল এই মেসেজিং অ্যাপ ৷ বহু প্রতীক্ষিত গ্রুপ ভয়েস ও ভিডিও কলের সুবিধা এদিন থেকেই চালু করল হোয়াটসঅ্যাপ ৷ সমস্ত আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাই এই ফিচার্স উপভোগ করতে পারবেন ৷
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ ভিডিও কলিং ফিচার ব্যবহার করে সর্বোচ্চ চারজন একইসঙ্গে কথা বলতে পারবেন ৷ এতদিন ভিডিও কলিংয়ের মাধ্যমে মাত্র দু’জন গ্রাহকই যুক্ত হতে পারতেন ৷
advertisement
গ্রুপ ভিডিও কলিংয়ের জন্য- প্রথমে সাধারণ ভিডিও কলের মতোই কোনও এক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে কল করতে হবে ৷ কল কানেক্ট হওয়ার পরই স্ক্রিনের উপরে আরও একজনকে ওই ভিডিও কলে যুক্ত করার অপশন ভেসে উঠবে ৷ সেই অপশনটি টাচ করে নতুন ব্যবহারকারীকে ভিডিও কলে যুক্ত করার পর চতুর্থ আরেকজন ব্যক্তিকেও ওই ভিডিও কলিংয়ে সামিল করা যাবে ৷
হোয়াটসঅ্যাপের দাবি, ইন্টারনেটের গতি কম থাকলেও এই পরিষেবা ব্যবহারে কোনও অসুবিধা হবে না ৷ তবে এই নতুন ফিচারটি পেতে বর্তমান অ্যাপসটিকে গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে আপডেট করতে হবে ৷