১. প্রথমবার কার্ড এবং পিন পাওয়ার পর, পিন নম্বর অবশ্যই পরিবর্তন করবেন।
২. প্রহরী আছে, এরকম ATM কাউন্টার ব্যবহার করাই নিরাপদ। রক্ষীবিহীন কাউন্টার ব্যবহার করবেন না।
৩. ATM কাউন্টারে কার্ড ব্যবহারের আগে কার্ড স্লট-এ অন্য কোন Device (ডিভাইস) লাগানো আছে কিনা, দেখে নিন ভাল করে।
advertisement
৪. অন্য কোন ব্যক্তির উপস্থিতিতে কখনই ATM কাউন্টারে কার্ড ব্যবহার করবেন না।
৫. পিন ব্যবহারের সময় অন্য হাত দিয়ে তা গোপন করুন, যাতে কোন লুকনো ক্যামেরা আপনার পিনের ছবি তুলে না নিতে পারে।
৬. কার্ডের পিন নম্বর মুখস্থ রাখুন। কখনও কার্ডের গায়ে বা অন্য কোথাও লিখে রাখবেন না।
৭. ATM থেকে বেরনোর আগে 'ক্যানসেল' বাটন টিপে অপেক্ষা করুন । ওয়েলকাম স্ক্রিন এলে তবেই কাউন্টার ছাড়বেন। তার এক মুহূর্তও আগে নয়।
৮. কোনও দোকানে, মলে বা অন্য কোথাও কার্ড ব্যবহার করার সময় তা কখনওই চোখের বাইরে যেতে দেবেন না।
৯. ATM কাউন্টারে ব্যাঙ্কের নিযুক্ত গার্ড ছাড়া অন্য কারোর সাহায্য নেবেন না।
১০. ATM কাউন্টারের আশেপাশে কোন সন্দেহভাজন ব্যাক্তিকে দেখলে তা পুলিশকে জানান।
১১. নিয়মিত ATM কার্ডের পিন পরিবর্তন করুন।