TRENDING:

ATM ব্যবহারে কী করবেন, কী করবেন না, জানিয়ে দিল কলকাতা পুলিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরে এটিএম জালিয়াতি ৷ কোন রকম তথ্য হাতিয়ে নয়, এটিএম থেকেই জালিয়াতি করে টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা ৷ ইতিমধ্যে শুধু গড়িয়াহাট এবং রবীন্দ্র সরোবর থানাতেই অভিযোগ দায়ের হয়েছে ৩৫টির বেশি। ৪০ হাজার পর্যন্ত টাকা খোয়া গিয়েছে গ্রাহকদের ৷ এতেই রীতিমত ঘবড়ে গিয়েছেন এটিএম ব্যবহারকারীরা ৷ কারণ এখন প্রায় প্রত্যেকেই এটিএম ব্যবহার করেন টাকা তোলার জন্য ৷ আর যদি সেই এটিএমের পাতা হয় ফাঁদ তাহলে তো ফাঁপড়ে পড়বেন লক্ষ লক্ষ মানুষ ৷ এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হল ৷ জানিয়ে দেওয়া হল কী করবেন বা কী করবেন না ৷ নিয়মগুলো সম্ভবত সবই আমরা জানি ৷ কিন্তু অল্প ভুলের জন্য বড় মাসুল গুণতে হয় অনেকেই ৷ তাই কলকাতা পুলিশ যে নিয়মগুলো জানাচ্ছে সেগুলো আরও একবার মন দিয়ে পড়ে নিন ৷
advertisement

১. প্রথমবার কার্ড এবং পিন পাওয়ার পর, পিন নম্বর অবশ্যই পরিবর্তন করবেন।

২. প্রহরী আছে, এরকম ATM কাউন্টার ব্যবহার করাই নিরাপদ। রক্ষীবিহীন কাউন্টার ব্যবহার করবেন না।

৩. ATM কাউন্টারে কার্ড ব্যবহারের আগে কার্ড স্লট-এ অন্য কোন Device (ডিভাইস) লাগানো আছে কিনা, দেখে নিন ভাল করে।

advertisement

৪. অন্য কোন ব্যক্তির উপস্থিতিতে কখনই ATM কাউন্টারে কার্ড ব্যবহার করবেন না।

৫. পিন ব্যবহারের সময় অন্য হাত দিয়ে তা গোপন করুন, যাতে কোন লুকনো ক্যামেরা আপনার পিনের ছবি তুলে না নিতে পারে।

৬. কার্ডের পিন নম্বর মুখস্থ রাখুন। কখনও কার্ডের গায়ে বা অন্য কোথাও লিখে রাখবেন না।

advertisement

৭. ATM থেকে বেরনোর আগে 'ক্যানসেল' বাটন টিপে অপেক্ষা করুন । ওয়েলকাম স্ক্রিন এলে তবেই কাউন্টার ছাড়বেন। তার এক মুহূর্তও আগে নয়।

৮. কোনও দোকানে, মলে বা অন্য কোথাও কার্ড ব্যবহার করার সময় তা কখনওই চোখের বাইরে যেতে দেবেন না।

৯. ATM কাউন্টারে ব্যাঙ্কের নিযুক্ত গার্ড ছাড়া অন্য কারোর সাহায্য নেবেন না।

advertisement

১০. ATM কাউন্টারের আশেপাশে কোন সন্দেহভাজন ব্যাক্তিকে দেখলে তা পুলিশকে জানান।

১১. নিয়মিত ATM কার্ডের পিন পরিবর্তন করুন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
ATM ব্যবহারে কী করবেন, কী করবেন না, জানিয়ে দিল কলকাতা পুলিশ