TRENDING:

মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে পরেশ রাওয়ালকে কী লিখেছিলেন সুনীল দত্ত ? জানুন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পরেশ রাওয়াল যে অসাধারণ অভিনেতা, সে কথা বলার আর অপেক্ষা রাখে না ৷ যে কোনও চরিত্রে নিজেকে নিখুঁত করার এক অতিমানবীয় ক্ষমতা আছে তাঁর। বলিউডের এক অপরিহার্য অভিনেতা তিনি ৷
advertisement

সম্প্রতি, 'সঞ্জু'তে পরেশ রাওয়ালের অভিনয় দর্শক-সমালোচকদের দারুণ প্রশংসা কুড়িয়েছে। 'সঞ্জু'তে তিনি সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করেছেন।

সিনিয়র দত্ত বরাবরই পরেশের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তাঁর প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে এই বর্ষীয়ান অভিনেতা একটি চিঠির কথা বলেন। যা তিনি পেয়েছিলেন সুনীল দত্তের কাছ থেকে ২৫ মে, ২০০৫-এ। এর ৫ দিন পর অর্থাৎ ৩০ মে ছিল পরেশ রাওয়ালের জন্মদিন। আর সে উপলক্ষ্যেই চিঠিটি পাঠিয়েছিলেন উত্তর-পশ্চিম মুম্বইয়ের পাঁচবার নির্বাচিত সাংসদ, যুব ও ক্রীড়ামন্ত্রী ও প্রয়াত অভিনেতা সুনীল দত্ত।

advertisement

চিঠিটি পেয়ে আপ্লুত হয়েছিলেন পরেশ। আর সবচেয়ে বড় ব্যাপার হল, ওই দিনই মারা যান সুনীল দত্ত। সম্প্রতি সেই চিঠিটি সবার সঙ্গে শেয়ার করেন পরেশ রাওয়াল। চিঠিটির লেটারহেডে সুনীল দত্তের নাম, নীচে তাঁর স্বাক্ষর। এই চিঠিটির কথা এক্কেবারেই ভুলে গিয়েছিলেন তিনি ৷

advertisement

কিভাবে পেলেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি ভুলে গিয়েছিলোম চিঠিটির কথা। ২০১৭ সালের ৩ জানুয়ারি আমি যাচ্ছিলাম রাজকুমার হিরানির সঙ্গে দেখা করতে। 'সঞ্জু' ছবিতে আমার চরিত্রটি (সঞ্জয়ের পিতা সুনীল দত্তের চরিত্র) নিয়ে বিস্তারিত আলোচনার জন্য। সে সময় আমি আমার স্ত্রী স্বরূপ সম্পাতকে বলি ড্রয়ারে রাখা কিছু কাগজপত্র বের করে দিতে। সে সময়ই তিনি অন্যান্য কাগজপত্রের মাঝে চিঠিটি খুঁজে পান। ’’

advertisement

ওই চিঠি পাওয়াটা আমার কাছে একটা অন্যরকম লক্ষণ ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিই, আমি চরিত্রটি করব। যদিও বিষয়টি কাকতালীয় ছিল, তবুও ওটা একটা সংকেত ছিল বলেই আমি মনে করি। যাই হোক, এর পর তো আপনারা সব জানেন।

ওই চিঠিটি সুনীল দত্ত পরেশ রাওয়ালকে লেখেন, ‘‘৩০ মে আপনার জন্মদিন ৷ আর সেই কারণে কামনা করি যাতে আপনার সারা জীবন আপনি খুশি, সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরে থাকুন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

ভগবান আপনার পরিবারকে আশীর্বাদ দিন ৷’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে পরেশ রাওয়ালকে কী লিখেছিলেন সুনীল দত্ত ? জানুন